for Add
বাসস : ১৯ সেপ্টেম্বর ২০২২, সোমবার, ৭:২২:১২

চলমান ক্যারিবীয়ান সুপার লিগের (সিপিএল) বাকী অংশে খেলতে গায়ানা আমাজন ওয়ারিয়র্সে যোগ দিলেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।
দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি স্পিনার তাবরাইজ শামসির জায়গায় গায়ানায় যোগ দিলেন সাকিব। তাবরাইজের জায়গায় বাঁ-হাতি স্পিনারের খোঁজে ছিলো গায়ানা। তাতে অভিজ্ঞতার কারনে সাকিবকে দলে ভেড়ালো তারা। টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারের (৪১৯) তালিকায় পঞ্চমস্থানে আছেন সাকিব।
জাতীয় দলের খেলা থাকার কারনে সিপিএল ছাড়ছেন তাবরাইজ। সতীর্থ ইমরান তাহিরের সাথে চলমান আসরে ভালোই পারফরমেন্স করছিলেন তাবরাইজ।
এর আগেও সিপিএলে খেলেছেন সাকিব। শিরোপার স্বাদও েেপয়ছেন। ২০১৬ সালে জ্যামাইকা তালাওয়াশের হয়ে শিরোপা জিতেছিলেন সাকিব। তিন বছর পর বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়েও শিরোপা জিতেন তিনি।
সিপিএলের ইতিহাসে সেরা বোলিং ফিগারের রেকর্ডের মালিক সাকিব। ২০১৩ সালে ট্রাইডেন্টসের হয়ে রেড স্টিলের বিপক্ষে ৪ ওভারে ১ মেডেনে ৬ রানে ৬ উইকেট নেন তিনি। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত এটিই সাকিবের সেরা বোলিং ফিগার।
For add
For add
For add
For add
for Add