for Add
বাসস : ১ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার, ৪:০৩:১৫
চলতি বছর কাতার বিশ্বকাপ উপলক্ষে ক্রীড়ামোদীদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা ইস্যু করবে সংযুক্ত আব আমিরাত (এইউই)।বিশ্বকাপকে সামনে রেখে অর্থনৈতিক সুবিধার লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নিয়েছে এইউই।
বিশ্বকাপ টিকিটধারীরা প্রাথমিকভাবে ১০০ দিরহামের বিনিময়ে ৯০ দিনের নবায়নযোগ্য ভিসা গ্রহণ করতে পারবেন। কর্মকর্তারা সংবাদ সংস্থা ডাব্লিউএএম কে জানান, ‘ফিফা বিশ্বকাপ ২০২২ আয়োজনে কাতারকে সহযোগিতা করার জন্যই আরব আমিরাত এই উদ্যোগটি গ্রহণ করেছে। মাল্টি-এন্ট্রি ট্যুরিস্ট ভিসা গ্রহণের মাধ্যমে একজন ফুটবল অনুরাগী ৯০ দিনের মধ্যে যতবার খুশি আরব আমিরাতে প্রবেশ ও বের হতে পারবেন।’
ইতিহাসের সবচেয়ে বড় ইভেন্টের আয়োজক ২৮ লাখ জনসংখ্যার দেশ কাতার সরকারের প্রত্যাশা নভেম্বর ও ডিসেম্বরে বিশ্বকাপ উপলক্ষে দেশটিতে অন্তত ১২ লাখ লোক সফর করবে। আবাসনের সংকট থাকলেও ধনী এই ক্ষুদ্র দেশটিতে এমন জনসমাগম গলফভুক্ত প্রতিবেশী দেশগুলোর অর্থনীতিকেও সমৃদ্ধ করবে।
এই সময় সমর্থকদের যাতায়াতের জন্য প্রতিদিন ১৬০টির বেশি ফ্লাইট পরিচালনা করবে সৌদিয়া, কুয়েত এয়ারওয়েজ, ফ্লাই দুবাই এবং ওমান এয়ার। যাতে খেলা শেষ করে ভক্তরা থাকার জন্য অন্যত্র চলে যেতে পারে।
তেলের উপর নির্ভরতা কমিয়ে পর্যটন শিল্পের সম্প্রসারনের উদ্যোগ নেয়া সৌদি আরব গত সপ্তাহে হায়া কার্ড ধারীদের জন্য মাল্ট্রি-এন্ট্রি ভিসা ইস্যুর ঘোষণা দিয়েছে।
এদিকে বিশ্বকাপ ফুটবল ভক্তদের জন্য হেটেলের আবাসনসহ বিভিন্ন রকম ভ্রমণ প্যাকেজ ঘোষণা করেছে আরব আমিরাত। এমনকি পাম গাছের আদলে মনুষ্যসৃস্ট দ্বীপে চাকচিক্যপূর্ণ রিসোর্ট খোলার সুচিও নির্ধারণ করেছে দেশটি। সমর্থকদের খেলা উপভোগের জন্য ফ্যান জোন বানানোরও পরিকল্পনা করছে দুবাই। যেখানে কাতারের তুলনায় অ্যালকোহলের সুযোগ বেশি থাকছে।
For add
For add
For add
For add
for Add