for Add

বাংলাদেশকে হারিয়ে সুপার ফোরে আফগানিস্তান

বাঁ-হাতি ব্যাটার নাজিবুল্লাহ জাদরানের ব্যাটিং ঝড়ে এশিয়া কাপে ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয়  ম্যাচে বাংলাদেশকে  ৭ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। শ্রীলংকার পর বাংলাদেশকে হারিয়ে  গ্রুপ থেকেসবার আগে টুর্নামেন্টের সুপার ফোর নিশ্চিত করেছে আফগানিস্তান।

টস জিতে প্রথমে ব্যাট করে মোসাদ্দেক হোসেনের লড়াকু ইনিংসের সুবাদে ২০ ওভারে ৭ উইকেটে ১২৭ রানের মামুলি সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে ৯ বল বাকী রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে আফগানিস্তান। ১৭ বলে ৪৩ রানের ক্যামিও ইনিংস খেলে বাংলাদেশের স্বপ্ন ভঙ্গ করেন নাজিবুল্লাহ।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্বান্ত নেন শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামা বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
এনামুল হক বিজয়কে  নিয়ে ইনিংস শুরু করেন মোহাম্মদ নাইম। ইনিংসের তৃতীয় বলেই বাউন্ডারি মারেন নাইম। প্রথম ওভার খেলে ৫ রান তুলেন নাইম। দ্বিতীয় ওভারের শেষ বলে বিদায় ঘটে নাইমের। আফগানিস্তানের স্পিনার মুজিবুর রহমানের স্টাম্পের বলে লাইন মিস করে বোল্ড হন শেষ মুহুর্তে দলে পেয়ে  ৮ বলে ৬ রান করা নাইম।

নাইমের মত দ্রুত বিদায় নেন বিজয়ও। মুজিবের দ্বিতীয় ও ইনিংসের চতুর্থ ওভারের শেষ বলটি শর্ট ডেলিভারি ছিলো। পুল করতে গিয়ে বল-ব্যাটে লাগাতে পারেননি বিজয়। এতে বল গিয়ে লাগে তার পায়ে।  লেগ বিফোরের জন্য আফগানদের জোরালো আবেদনে, সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নিয়ে ১৪ বলে ৫ রান করা বিজয়কে  বিদায় দেয় আফগানরা।
১৩ রানে ২ উইকেট হারানোর পর আফগানিস্তানের বোলারদের উপর চড়াও হবার চেষ্টা করেন সাকিব। পঞ্চম ওভারে পরপর দুই বলে চার মারেন তিনি। তবে ষষ্ঠ ওভারে মুজিবের তৃতীয় শিকার হন সাকিব। মুজিবের স্টাম্পের বল উইকেট থেকে সরে অফ-সাইডে খেলতে গিয়ে বলের লাইন মিস করে বোল্ড হন সাকিব।ফলে মৃত্যু ঘটে  ৯ বলে ১১ রান করা সাকিবের ইনিংসের।  

পাওয়ার প্লেতে ৩ উইকেটে ২৮ রান তুলে চাপে পড়ে  বাংলাদেশ। সপ্তম ওভারে সেই চাপ আরও বাড়ে। ঐ ওভারের দ্বিতীয় বলে রশিদ খানের গুগলি ডেলিভারিতে লেগ বিফোর আউট হন মুশফিকুর রহিম। আম্পায়ার মুশিকে আউট না দিলে রিভিউ নেয় আফগানিস্তান।  রিভিউতে বিদায় ঘটে  ১ রান করা মুশপিকের।

মশফিকের বিদায়ের পর আফগানিস্তান বোলারদের বিপক্ষে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন আফিফ হোসেন ও মাহমুদুল্লাহ রিয়াদ। উইকেট পতন ঠেকাতে সর্তক হয়ে পড়েন তারা। পরের ২০ বলে কোন চার-ছক্কা মারতে পারেননি এই দুই ব্যাটার।

দশম ওভারের পঞ্চম বলে আফিফের ব্যাট থেকে চার আসার পর বাংলাদেশের রান ৫০ স্পর্শ করে। তবে ১১তম ওভারের তৃতীয় বলে রশিদের দ্বিতীয় শিকার হন আফিফ।  রশিদের গুগলিতে বোকা বনে যান সেট হওয়া আফিফ। আম্পায়ার লেগ বিফোর আউট দেন আফিফকে। রিভিউ নিয়ে ব্যির্থ হলে  বিদায় ঘটে  ১৫ বলে ১২ রান করা  আফিফের । পঞ্চম উইকেটে মাহমুদুল্লাহ-আফিফ জুটি  ২৫ বলে ২৫ রান যোগ করেন।

এরপর  মোসাদ্দেক হোসেনের আবারও জুটির চেষ্টা করেন মাহমুদুল্লাহ। উইকেটে গিয়েই দ্রুত রান তোলার চেষ্টা করেন মোসাদ্দেক। ১টি করে চার-ছক্কাও মারেন তিনি। অল্পের জন্য ক্যাচের হাত থেকে বেঁচে গিয়ে ছক্কাটি পেয়েছিলে মোসাদ্দেক।

মোসাদ্দেক যখন রানের জন্য মরিয়া ছিলেন, তখন অন্যপ্রান্তে উইকেট ধরে খেলছিলেন মাহমুদুল্লাহ। রানের গতি বাড়াতে ১৬তম ওভারে রশিদের বলে স্লগ সুইপে উড়িয়ে মারতে গিয়ে ডিপ মিড উইকেটে ইব্রাহিম জাদরানকে ক্যাচ দেন মাহমুদুল্লাহ। ২৭ বল খেলে ১টি চারে ২৫ রান করেন তিনি। মোসাদ্দেক-মাহমুদুল্লাহ ৩১ বলে ৩৬ রান যোগ করেন। সেখানে ১৪ বলে ১১ রান অবদান ছিলো মাহমুদুল্লাহর।

১৬তম ওভারে মাহমুদুল্লাহ যখন ফিরেন, তখন বাংলাদেশের রান ৮৯। তাই রানের গতি বাড়ানোর চেষ্টা করেন মোসাদ্দেক। তার সঙ্গী ছিলেন মাহেদি হাসান। মোসাদ্দেকের ২টি চারে ১৭ ও ১৮তম ওভারে যথাক্রমে ৮ রান করে পায় বাংলাদেশ। মাহমুদুল্লাহ ফেরার ওভারেও মোসাদ্দেকের ১টি চারে ৮ রান পায়  টাইগাররা।

১৯তম ওভারের প্রথম পাঁচ বলে পাঁচ রান তুলেন মোসাদ্দেক-মাহেদি। আর শেষ বলে বাউন্ডারি মারেন মাহেদি। ফলে ঐ ওভার থেকে ৯ রান উঠে। শেষ ওভারের চতুর্থ বলে আবারও বাউন্ডারি মারেন মাহেদি। আর পঞ্চম বলে রান আউট হন তিনি। তবে ইনিংসের শেষ বলে কোন রান পাননি মোসাদ্দেক।

তাই ৪৮ রানের অপরাজিত থাকতে হয় মোসাদ্দেককে। তার ইনিংসের সুবাদে ২০ ওভারে ৭ উইকেটে ১২৭ রান করে টাইগাররা। ৩১ বল খেলে ৪টি চার ও ১টি ছক্কা মারেন মোসাদ্দেক। পুরো ইনিংসে ১০টি চার ও ১টি ছক্কা মারেন বাংলাদেশী ব্যাটাররা।
৪ ওভার করে বল করে  ১৬ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন মুজিব।  এ ছাড়া   রশিদ ২২ রানে ৩ উইকেট নেন।

জয়ের জন্য ১২৮ রানের লক্ষ্যে খেলতে ওনমে প্রথম দুই ওভারে ৭ রান পায় আফগানিস্তান। তৃতীয় ওভারের দ্বিতীয় বলে জীবন পান আফগানিস্তানের ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। সাকিবের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বল লং-অন দিয়ে মারা   গুরবাজের বল মাহমুদুল্লাহ  ধরতে ব্যর্থ হন।

জীবন পেয়ে তা কাজে লাগাতে পারেননি গুরবাজ। সাকিবের তৃতীয় ওভারের প্রথম বলে স্টাম্প আউট হন গুরবাজ। আউট হওয়ার আগে ১৮ বলে ১টি চারে ১১ রান করেন তিনি।
দলীয় ১৫ রানে প্রথম উইকেট হারানোর পর আফগানিস্তানের রানের চাকা ঘুড়িয়েছেন আরেক ওপেনার হজরতুল্লাহ জাজাই- ইব্রাহিম জাদরান। তবে বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দ্রুত রান তুলতে পারেনি জাজাই-জাদরান। ৯ ওভার শেষে ১ উইকেটে ৪৫ রান ছিলো আফগানিস্তানের। ১০ম ওভারে জাজাই-জাদরান জুটি ভাঙ্গেন মোসাদ্দেক। জাজাইকে লেগ বিফোর আউট করেন মোসাদ্দেক। রিভিউ নিয়ে উইকেট বাঁচাতে না পারলে  ৩টি চারে ২৬ বলে ২৩ রান করা জাজাইর ইনিংসের মৃত্যু ঘটে।  । জাজাই-জাদরান জুটিতে  ৩১ বলে ৩০ রান যোগ করেন।

রানের গতি বাড়াতে চার নম্বরে নেমেছিলেন আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবী। তার ব্যাট থেকে ১টি চারও এসেছিলো। কিন্তু ১৩তম ওভারে প্রথমবারের মত আক্রমনে এসে নবীকে লেগ বিফোর আউট করেন পেসার মোহাম্মদ সাইফুদ্দিন। ৯ বলে ৮ রান করেন নবী।

১৪ ওভার শেষে জয়ের জন্য আফগানিস্তানের আস্কি রেট ১০ অতিক্রম করে। তাসকিন আহমেদের করা ১৫তম ওভারে দু’টি চারে দলকে ১১ রান এনে দেন  ইব্রাহিম। মাহেদির পরের ওভারের পঞ্চম বলটি ছক্কা মারেন নাজিবুল্লাহ।  ওভারে ৯ রান পায় আফগানরা। এমন অবস্থায় জয়ের জন্য শেষ ৪ ওভারে ৪৩ রান দরকার পড়ে আফগানিস্তানের।
১৭তম ওভারে মুস্তাফিজের বলে দু’টি ছক্কা মারেন নাজিবুল্লাহ।  ওভার থেকে ১৭ রান আসে। এতে শেষ ৩ ওভারে জয়ের জন্য সমীকরণ দাঁড়ায় ২৬ রান।

১৮তম ওভারে আক্রমনে আসেন সাইফুদ্দিন। ঐ ওভার থেকে ২২ রান তুলে ম্যাচ হাতে মুঠোয় নিয়ে নেন আফগানিস্তানের দুই জাদরান। বাউন্ডারি মেরে ওভার শুরু করেছিলেন ইব্রাহিম। এরপর ঐ ওভারে ১টি চার ও ২টি ছক্কা মারেন নাজিবুল্লাহ।

মুস্তাফিজ-সাইফুদ্দিনের ১৭ ও ১৮তম ওভারে পরপর দু’টি ব্যয়বহুল ওভারের কারনে ম্যাচ থেকে  ছিটকে পড়ে বাংলাদেশ। শেষ ১২ বলে ৪ রান প্রয়োজন পড়ে আফগানদের। ১৯তম ওভারের তৃতীয় বলে ছক্কা মেরে আফগানিস্তানের জয় ও সুপার ফোর নিশ্চিত করেন নাজিবুল্লাহ।

ইব্রাহিম ৪১ বলে ৪টি চারে অপরাজিত ৪২ রান করেন। ১টি চার ও ৬টি ছক্কায় ১৭ বলে অপরাজিত ৪৩ রানের ক্যামিও ইনিংস খেলেন নাজিবুল্লাহ।

বাংলাদেশের সাকিব-মোসাদ্দেক ও সাইফুদ্দিন ১টি করে উইকেট নেন। আগামী পহেলা সেপ্টেম্বর দুবাইয়ে শ্রীলংকার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। এ  ম্যাচের বিজয়ী দল সুপার ফোরে খেলবে।

স্কোর কার্ড (টস-বাংলাদেশ) :
নাইম বোল্ড ব মুজিব ৬
এনামুল এলবিডব্লু ব মুজিব ৫
সাকিব বোল্ড ব মুজিব ১১
মুশফিক এলবিডব্লু ব রশিদ ১
আফিফ এলবিডব্লু ব রশিদ ১২
মাহমুদুল্লাহ ক জাদরান ব রশিদ ২৫
মোসাদ্দেক অপরাজিত ৪৮
মাহেদি রান আউট (গুরবাজ/ওমারজাই) ১৪
সাইফুদ্দিন অপরাজিত ০
অতিরিক্ত (লে বা-৩, ও-২) ৫
মোট (৭ উইকেট, ২০ ওভার) ১২৭
উইকেট পতন : ১/৭ (নাইম), ২/১৩ (আনামুল), ৩/২৪ (সাকিব), ৪/২৮ (মুশফিক), ৫/৫৩ (আফিফ), ৬/৮৯ (মাহমুদুল্লাহ), ৭/১২৭ (মাহেদি)।
আফগানিস্তান বোলিং :
ফারুকি : ৪-০-২৫-০,
মুজিব : ৪-০-১৬-৩ (ও-১),
নাভিন : ৪-০-৩১-০ (ও-১),
রশিদ : ৪-০-২২-৩,
নবী : ৩-০-২৩-০,
ওমারজাই : ১-০-৭-০।   

আফগানিস্তান ব্যাটিং :
জাজাই এলবিডব্লু ব মোসাদ্দেক ২৩
গুরবাজ স্টাম্প ব মুশফিক ব সাকিব ১১
ইব্রাহিম অপরাজিত ৪২
নবী এলবিডব্লু ব সাইফুদ্দিন ৮
নাজিবুল্লাহ অপরাজিত ৪৩
অতিরিক্ত (বা-১, ও-৩) ৪
মোট (৩ উইকেট, ১৮.৩ ওভার) ১৩১
উইকেট পতন : ১/১৫ (গুরবাজ), ২/৪৫ (জাজাই), ৩/৬২ (নবী)।
বাংলাদেশ বোলিং :
সাকিব : ৪-০-১৩-১,
মুস্তাফিজ : ৩-০-৩০-০ (ও-২),
মাহেদি : ৪-০-২৬-০,
তাসকিন : ৩-০-২২-০,
মোসাদ্দেক : ২.৩-০-১২-১,
সাইফুদ্দিন : ২-০-২৭-১ (ও-১)।

ফল : আফগানিস্তান ৭ উইকেটে জয়ী।

সব সংবাদ

চ্যালেঞ্জ কাপ জিতে আরেকটি ইতিহাস কিংসের ঢাকায় আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল ১৮ বছর পর এবার পঞ্চপাণ্ডব ছাড়া টিম বাংলাদেশ বিসিবি ঘোষিত পুরস্কারের অর্থ বুঝে পেলেন সাবিনারা জাকারিয়া পিন্টুকে শেষ বিদায় জানালো ক্রীড়াঙ্গন চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক শেষ মুহূর্তে রুদ্ধশ্বাস জয় বিদায়ের আগ মুহূর্তে আবেগঘন পোস্ট কায়েসের গোল মিসের মহড়ায় মালদ্বীপের কাছে হার জানুয়ারিতে ঢাকায় আসছেন ফিফা প্রেসিডেন্ট বগুড়ায় জিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু সাবিনাদের জন্য দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা বাফুফের ৮ গোল করে নতুন রেকর্ড চেলসির ট্রাম্পকে অভিনন্দন জানালেন ফিফা সভাপতি তাসমেরী স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট শুরু ম্যাচের মাঝেই বজ্রপাত > এক ফুটবলারের মৃত্যু তাসমেরী স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট আজ শুরু দাবিগুলো পূরণ করার চেষ্টা করব : প্রধান উপদেষ্টা আফগানিস্তান সিরিজে শান্তই অধিনায়ক শনিবার যমুনায় সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা একনজরে বিপিএলের দলগুলো সাকিবের দেশে আসা-যাওয়ায় কোন বাধা নেই : ক্রীড়া উপদেষ্টা জেনে নিন বাফুফে নির্বাচনে কে কোন পদে… ফুটবলপ্রিয় বন্ধুকে নিয়ে স্মরণ সভা ‘দিন যত যাচ্ছে ততই নির্বাচনের জন্য চাপ বাড়ছে’ নতুন লক্ষ্য নিয়ে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ আদালতের নতুন রায়ে ‘দুঃস্বপ্ন ভাঙলো’ পগবার স্কটল্যান্ডকে হারিয়ে ১০ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় পেল বাংলাদেশ রেকর্ড গড়ে বাংলাদেশকে হারালো ভারত নয় বছর পর বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা সাকিবকে নিরাপত্তা দেওয়া নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা এক পদে দুই মেয়াদের বেশি না থাকার নির্দেশনা ক্রীড়া উপদেষ্টার ক্রিকেটের দুই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা সাকিবের হামলার হুমকির পর কানপুর টেস্ট শুনছে মেঘের গর্জন বাংলাদেশের জার্সিতে খেললে ইংল্যান্ডের কোনো আপত্তি নেই জ্যোতিদের লক্ষ্য বিশ্বকাপ সেমিফাইনাল বাফুফে নির্বাচনে সভাপতি পদে লড়বেন তাবিথ আউয়াল ভারতের কাছে হারলো বাংলাদেশ সিরিয়ার কাছে ৪ গোলে হারলো বাংলাদেশ শেষ মুহূর্তে ভারতের কাছে হার ফিফা র‍্যাংকিং আরো পেছাল বাংলাদেশ তরফদারের প্রতিদ্বন্দ্বী কি তাহলে তাবিথ আউয়াল? ভারত আর পাকিস্তান দল কিন্তু এক নয় : সৌরভ গাঙ্গুলি মেসির চেয়েও সেরা হবেন ইয়ামাল! বাফুফে সভাপতি প্রার্থী তরফদার রুহুল আমিন ভারতে টেস্ট সিরিজ জয়ে আত্মবিশ্বাসী শান্ত ফিরেই জোড়া গোল করে ম্যাচসেরা মেসি পরিস্থিতি বিবেচনায় নির্বাচন করবেন না সালাউদ্দিন বর্তমান কমিটির বিলুপ্তি চান উশুর প্রতিষ্ঠাতারা লিজেন্ড অব এআইপিএস এশিয়া অ্যাওয়ার্ড পেলেন দুলাল মাহমুদ

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add