for Add
নিজস্ব প্রতিবেদক : ২১ মার্চ ২০২২, সোমবার, ২০:৫৫:৫৫
বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে টানা দ্বিতীয় জয় পেল গত আসরের রানার্সআপ শক্তিশালী কেনিয়া।
আজ সোমবার শহিদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইন্দোনেশিয়াকে ৪ লোনাসহ ৬৪-২০ পয়েন্টে উড়িয়ে দিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গেল আফ্রিকার দলটি।
ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে ৩ লোনাসহ ৩৪-১০ পয়েন্টে এগিয়ে ছিল কেনিয়া। দ্বিতীয়ার্ধেও নিজেদের আধিপত্য ধরে রাখে শিরোপা প্রত্যাশী দলটি।
কেনিয়া এর আগে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচেও বড় জয় তুলে নেয়। মধ্যপ্রাচ্যের দেশ ইরাককে হারায় ৫৪-২৯ পয়েন্টের ব্যবধানে।
এদিকে টানা দুই হারে সেমির স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেল ইন্দোনেশিয়ার। কেনিয়া ম্যাচের আগে তারা নেপালের কাছেও পরাজিত হয়। সেখানে হারের ব্যবধান ছিল ৪৭-১৮ পয়েন্ট।
ম্যাচসেরা হয়েছেন কেনিয়ার জেমস কেমউইটি। ম্যাচসেরার হাতে পুরস্কার তুলে দেন পুলিশের অতিরিক্ত ডিআইজি (ডেভেলপমেন্ট) ও কাবাডি ফেডারেশনের যুগ্মসম্পাদক গাজী মো. মোজাম্মেল হক এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারপারসন সাবরিনা রহমান।
আগামীকাল কেনিয়ার প্রতিপক্ষ নেপাল এবং ইন্দোনেশিয়া লড়বে ইরাকের বিপক্ষে।
For add
For add
For add
For add
for Add