for Add
নিজস্ব প্রতিবেদক : ২০ মার্চ ২০২২, রবিবার, ২:০১:০১
২-২, ৫-৫, ২৪-১৯ পয়েন্ট। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে ইরাকের কাছে কতটা ঘাম ঝড়াতে হয়েছে টুর্নামেন্টের বর্তমান রানার্সআপ কেনিয়াকে, তা প্রথমার্ধের স্কোরে চোখ রাখলেই বুঝা যায়।
কিন্তু দ্বিতীয়ার্ধে সেই মেজাজ ধরে রাখতে পারেনি ইরাক। শনিবার শহিদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে উদ্বোধনী দিনের তৃতীয় তথা শেষ ম্যাচে ইরাককে ৩টি লোনাসহ ৫৪-২৯ পয়েন্টে পরাজিত করেছে কেনিয়া। প্রথমার্ধে ১টি লোনাসহ ২৪-১৯ পয়েন্টে এগিয়েছিল কেনিয়া।
কাবাডিতে সময়টা খুব বেশিদিনের না হলেও দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হয়েছে ইরাক। ম্যাচসেরা নির্বাচিত হন ভিক্টর অবিয়েরো। খেলা শেষে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন টুর্নামেন্ট ডিরেক্টর প্রাসাদ রাও ও ইরাক কাবাডি ফেডারেশনের সভাপতি করিম ওবেদ।
For add
For add
For add
For add
for Add