for Add
বাসস : ১০ ফেব্রুয়ারি ২০২২, বৃহস্পতিবার, ২১:১০:৫৭
আইএসএসএফ শুটিং গ্র্যান্ড পিক্স প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে প্রথম পদক জয় করেছেন শুটার নাফিসা তাবাসসুম। আজ বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় তিনি ১০ মিটার নারী এয়ার রাইফেলস ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করেছেন।
প্রতিযোগিতার তৃতীয় পর্বে উত্তীর্ন হয়ে এই পদক জয় করেছেন নাফিসা। চতুর্থ পর্বে পৌঁছাতে পারলে স্বর্ণ পদকের জন্য লড়তে পারতেন তিনি। প্রথম সেমিতে দ্বিতীয় সেরা হন তিনি এবং পদক লড়াইয়ে অংশগ্রহণের সুযোগ পান। শেষ পর্যন্ত চার প্রতিযোগীর মধ্যে তৃতীয় স্থান লাভ করেন।
প্রতিযোতিায় অংশ নিয়ে বাংলাদেশের নারী শুটার সাজিদা হক সেমিফাইনাল থেকে বিদায় নেন। অপর প্রতিযোগী আতিকিয়া খাতুন টপকাতে পারেননি বাছাইপর্ব।
এদিকে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফের ইভেন্টে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। সেমিফাইনাল থেকেই বাদ পড়েন দেশের দুই শুটার শোভন চৌধুরী ও রাব্বি হাসান মুন্না।
For add
For add
For add
For add
for Add