for Add
নিজস্ব প্রতিবেদক : ১৯ জানুয়ারি ২০২২, বুধবার, ১:৩৫:৪৭
পীঠের ব্যথায় কয়েকদিন ধরেই ভুগছিলেন মাশরাফি মর্তুজা। ফিটনেস অনুশীলন চালালেও পীঠের ব্যথার কারণে বোলিং অনুশীলন করতে পারছিলেন না তিনি। মঙ্গলবার বোলিং অনুশীলন শুরু করতেই ফের পুরনো ব্যথায় থামলে হলো তাকে।
মঙ্গলবার সকালে মিনিস্টার ঢাকার হয়ে মিরপুর একাডেমি মাঠে অনুশীলন করতে আসেন মাশরাফি। খানিকক্ষণ ক্যাচিং অনুশীলন করার পর সেন্টার উইকেটে মাশরাফি শুরু করেন বোলিং। ব্যাটসম্যান তামিম ইকবালকে বেশ মন্থর গতিতে বেশ কয়েকটি বল করতে দেখা যায় তাকে।
শুরুতে ছোট রানআপে বল করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। রানআপ বড় করে বল করা শুরু করতেই ঘটে বিপত্তি। লম্বা রানআপে বল করতে গিয়ে আর বল করতে পারেননি। পরে পীঠের নিচের দিকে চাপ দিয়ে বসে পড়েন। ফিজিওর সহায়তায় কিছুটা সময় চলে শুশ্রুষা। পরে আর বল করতে দেখা যায়নি তাকে।
মিনিস্টার ঢাকার ফিজিও এনামুল হক জানালেন, মাশরাফির চোটের ব্যাপারে সতর্ক পথে হাঁটছেন তারা। কোন রকম ঝুঁকি নিয়ে তাকে খেলানোর পক্ষে যাবেন না তারা, ‘হাতে এখনো দুটি দিন আছে। উনার ব্যথা যদি কমে তাহলে ইতিবাচক পথে এগুনো হবে। তবে ব্যথা না কমলে অন্তত প্রথম ম্যাচে তাকে নিয়ে কোন ঝুঁকি নেওয়া হবে না।’
২১ জানুয়ারি বিপিএলের প্রথম দিনেই মাঠে নামবে মাশরাফির ঢাকা। প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় মাশরাফিদের প্রতিপক্ষ মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স। পরের দিন একই সময়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচ আছে ঢাকার।
For add
For add
For add
For add
for Add