for Add
নিজস্ব প্রতিবেদক : ১৮ জানুয়ারি ২০২২, মঙ্গলবার, ১২:৫৩:৪৫
মূল কাজটা করে দিলেন বোলাররা। এরপর বাকি কাজ শেষ করেন ব্যাটাররা। তাতে কমনওয়েলথ গেমসের বাছাই পর্বে শুভ সূচনা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে রীতিমতো গুঁড়িয়ে দিয়েছে নিগার-রুমানারা।
কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভালে মঙ্গলবার মালয়েশিয়াকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৪৯ রান করে স্বাগতিকরা। জবাবে ৭২ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বাঘিনীরা।
এদিন টস জিতে মালয়েশিয়াকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। বোলারদের দারুণ নিয়ন্ত্রণে বোলিংয়ে শুরু থেকেই চাপে ছিল স্বাগতিকরা। মাত্র দুই জন ব্যাটার স্পর্শ করতে পারেন দুই অঙ্ক। এক নাহিদা আক্তার ছাড়া বাংলাদেশের সব বোলাররাই ছিলেন বেশ কৃপণ।
৪ ওভার বল করে মাত্র ৪ রান দিয়ে ২টি উইকেট নেন রুমানা আহমেদ। ২টি উইকেট পেয়েছেন সুরাইয়া আজমিনও। ৪ ওভার বল করে তিনি রান দিয়েছেন ৭টি। ৪ ওভার ৭ রান দিয়ে একটি উইকেট নেন সালমা খাতুন। ১টি করে উইকেট পেয়েছেন নাহিদা ও ঋতু মনিও।
মালয়েশিয়ার পক্ষে অধিনায়ক উইনিফ্রেড ডুরাইসিঙ্গামের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ১২ রান। এ ওপেনার ছাড়া আর কেবল মাস এলিসা দুই অঙ্ক পার করেন। তার সংগ্রহ ১১ রান। এছাড়া বাকি ব্যাটাররা আসা যাওয়ার মধ্যেই ছিলেন।
লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো ছিল বাংলাদেশের। ৩৮ রানের ওপেনিং জুটি গড়েন শারমিন সুলতানা ও মুর্শিদা খাতুন। এরপর অবশ্য ৬ রানের ব্যবধানে দুই ওপেনারকে হারায় তারা। বাকি কাজ ফারজানা হককে নিয়ে শেষ করেন অধিনায়ক নিগার সুলতানা।
দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন শারমিন। ১৯ বলের এ ইনিংসে ৪টি চার ও ১টি ছক্কা মেরেছেন এ ওপেনার। মুর্শিদা করেন ১৪ রান। মালয়েশিয়ার পক্ষে নুর আরিয়ানা নাতস্যা ১৪ রানের খরচায় ২টি উইকেট নেন। আগামী ২৩ জানুয়ারি বাংলাদেশের মাঠে নামবে স্কটল্যান্ডের বিপক্ষে। ২৪ জানুয়ারি শেষ ম্যাচে প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
Tags: নারী-ক্রিকেট
For add
For add
For add
For add
for Add