for Add
স্পোর্টস ডেস্ক : ২২ ডিসেম্বর ২০২১, বুধবার, ১০:০১:৫৯
নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স অ্যাডিলেডে সবশেষ টেস্টে খেলতে পারেননি। করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তির নিবিড় সংস্পর্শে আসায় আইসোলেশনে আছেন তিনি। মেলবোর্নে হতে যাওয়া আগামী টেস্টে তার খেলার আশা করলেও স্কোয়াডের আকার বাড়িয়েছে অস্ট্রেলিয়া। তারা দলে ডেকেছে ডানহাতি পেসার স্কট বোলান্ডকে।
মেলবোর্নে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে আগামী ২৬ ডিসেম্বর সফরকারী ইংল্যান্ডের মুখোমুখি হবে অজিরা। ওই ম্যাচকে সামনে রেখে ১৬ সদস্যের স্কোয়াড দিয়েছে তারা। মঙ্গলবার ঘোষিত দলে ডাক পেয়েছেন ৩২ বছর বয়সী বোলান্ড। এখনও টেস্ট অভিষেক হয়নি তার। অ্যাডিলেডে অবশ্য অস্ট্রেলিয়া দলের সঙ্গে অনুশীলন করেছিলেন তিনি।
২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন বোলান্ড। অস্ট্রেলিয়ার জার্সিতে তিনি সবশেষ ম্যাচও খেলেছিলেন ওই বছরই। ১৪ ওয়ানডেতে ১৬ ও ৩ টি-টোয়েন্টিতে ৩ উইকেট শিকার করেছেন তিনি। কামিন্সের পাশাপাশি আগের টেস্টে চোটের কারণে খেলতে পারেননি জস হ্যাজেলউড। আরেক গতি তারকা মিচেল স্টার্কের পিঠে রয়েছে অস্বস্তি। সেকারণে বোলান্ড অন্তর্ভুক্ত হয়েছেন স্কোয়াডে।
চলতি বছর ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ সংস্করণে দারুণ ছন্দ দেখিয়েছেন বোলান্ড। শেফিল্ড শিল্ডে ভিক্টোরিয়ার হয়ে ২ ম্যাচে মাত্র ১০.৮০ গড়ে তিনি নিয়েছেন ১৫ উইকেট। তাছাড়া, চলতি মাসের শুরুতে অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে খেলেন তিনি।
ব্রিসবেনের পর অ্যাডিলেডেও জিতে অ্যাশেজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। কামিন্স খেলতে না পারায় সবশেষ ম্যাচে তাদেরকে নেতৃত্ব দেন স্টিভেন স্মিথ।
অ্যাশেজের তৃতীয় টেস্টের অস্ট্রেলিয়া স্কোয়াড
প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভেন স্মিথ (সহ-অধিনায়ক), স্কট বোলান্ড, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জস হ্যাজেলউড, ট্রাভিস হেড, উসমান খাওয়াজা, মারনাস লাবুশেন, নাথান লায়ন, মাইকেল নেসের, জাই রিচার্ডসন, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন, ডেভিড ওয়ার্নার।
Tags: অস্ট্রেলিয়া-ক্রিকেট, অ্যাশেজ-সিরিজ
For add
For add
For add
For add
for Add