for Add
নিজস্ব প্রতিবেদক : ২২ ডিসেম্বর ২০২১, বুধবার, ৯:৩৭:৫৯

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন আকরাম খান। পারিবারিক কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন সাবেক এই তারকা ক্রিকেটার। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন তিনি।
মঙ্গলবার বনানীতে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে আকরাম বলেছেন, পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি, ‘হ্যাঁ, পারিবারিক কারণেই। যেহেতু আমি এখানে অনেক বছর ছিলাম, এখানে মানসিক ও শারীরিক শক্তির দরকার হয়, সব মিলিয়েই এই বিরতির সিদ্ধান্ত। তার (বোর্ড প্রধান) সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত, এখন আমি এ নিয়ে কিছুই বলতে চাই না। তার পরামর্শ অনুসরণ করব আমি।’
চূড়ান্ত ঘোষণার দেওয়ার আগে বোর্ড প্রধান নাজমুলের সঙ্গে আলাপ করার কথা জানিয়েছেন তিনি, ‘আমি আজ (মঙ্গলবার) কথা বলতে চাইনি। আপনারা যেহেতু চলে এসেছেন, কিছু তো বলতেই হবে। আমরা পারিবারিকভাবে একটা সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু আমি আট বছর ক্রিকেট পরিচালনা বিভাগে ছিলাম, তো এটা নিয়ে আমাদের মাননীয় বোর্ড সভাপতি আমার অভিভাবক, গত আট বছরে তার থেকে সবচেয়ে বেশি সাহায্য পেয়েছি কাজের জন্য, যতগুলো খারাপ-ভালো সময় গেছে, সব সময় তিনি আমার সঙ্গেই ছিলেন, (সেহেতু) তার সঙ্গে আলাপ করে হয়তো কালকের (বুধবার) মধ্যে আমার সিদ্ধান্তটা জানিয়ে দিব।’
বোর্ড সভাপতিকে না জানিয়ে কিছু করবেন না বলে উল্লেখ করেছেন বাংলাদেশের সাবেক এই দলনেতা, ‘তাকে না জানিয়ে আমি আপনাদের কিছু বলতে পারব না। তিনটার দিকে আজ (ফোনে) কল করেছিলাম, (বোর্ড প্রধান) জবাব দেননি। হয়তো যেকোনো সময় (আমাকে) কল করবেন। কল করলে তার সঙ্গে আলাপ করে নিব।’
Tags: আকরাম-খান, বাংলাদেশ-ক্রিকেট
For add
For add
For add
For add
for Add