for Add

নিউজিল্যান্ডে শীঘ্রই অনুশীলনে ফেরার আশাবাদী বাংলাদেশ

নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ দলের ক্রিকেটার এবং সহযোগী স্টাফদের রোববার একটি কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। নিউজিল্যান্ড সফরকে এগিয়ে নিতে আজকের পরীক্ষাটি অনেক বেশি গুরুত্বপূর্ণ।

নিউজিল্যান্ডের সময় অনুযায়ী সোমবার রিপোর্ট পাওয়ার কথা রয়েছে। এই পরীক্ষার ফলে বাংলাদেশের সবার রিপোর্ট নেগেটিভ এলেই সফরটি নির্ধারিত সুচি অনুযায়ী চলবে। কিন্তু কেউ পজিটিভ হলে নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী পুরো দলকে আরো একবার নতুন করে কোয়ারেন্টাইনে থাকতে হবে।

এক্ষেত্রে, সিরিজটি আয়োজনে সমস্যার মুখে পড়তে হবে। কারণ উভয় দলেরই আন্তর্জাতিক ব্যস্ততা রয়েছে। তবে খুব শীঘ্রই অনুশীলনে ফেরার আশা করছে বাংলাদেশ দল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেয়া এক ভিডিও বার্তায় রোববার দলের পেসার শরিফুল ইসলাম বলেন, ‘আমাদের খুব ভাল লাগছে। আমাদের একটি কোভিড পরীক্ষা আছে, যদি আমরা সবাই এই পরীক্ষায় নেগেটিভ হই তাহলে আমরা পরের দিন অনুশীলনে যাব।’

নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ দল বাধ্যতামূলক সাত দিনের কেয়ারেন্টাইন করেছে। কিন্তু স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের কোভিড-১৯ পজিটিভ হওয়ায় আবারো তাদের তিন দিনের কোয়ারেন্টাইনে প্রবেশ করতে হয়।

শরিফুলের মতে, হেরাথ এখন ভাল আছেন এবং আজকের পরীক্ষায় নেগেটিভ আসবে বলে আশা করা হচ্ছে। তিনি আরো বলেন, নেগেটিভ হলে দ্রুত মাঠে ফিরতে পারার চিন্তায় রোমাঞ্চিত ক্রিকেটাররা।

ডান-হাতি পেসার শরিফুল বলেন, ‘সবাই এটা নিয়ে এক্সাইটেড আমরা অনেক দিন ধরে অনুশীলন করছি না। আমাদের জন্য দোয়া করবেন যেন, আমরা সবার নেগেটিভ আসে।’

শরিফুল আরো বলেন, ‘আমরা দুই দলে বিভক্ত হয়ে থাকছি। আমরা নীচে এসে প্রতিদিন দুই বা তিনবার দেখা করতে পারি। আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে সাক্ষাৎতের সময় একে অপরের সাথে কথা বলতে পারি। একে অপরের মুখ দেখতে সবসময় ভাল লাগে। এবার আরো ভাল কিছুর আশা করছে সবাই। আমরা আসলে ভাল কিছুর প্রত্যাশা করছি।’

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মতে কোভিড-১৯ পরীক্ষার ফলাফল পাবার পরই এই সিরিজের ভাগ্য নির্ধারণ করা হবে। নতুন বছরের প্রথম দিন মাউন্ট মঙ্গানুইয়ে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ৯ জানুয়ারি থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

উল্লেখ্য তিন ফরম্যাট মিলিয়ে নিউজিল্যান্ডের মাটিতে ৩২ ম্যাচ খেলে কোন জয় পায়নি বাংলাদেশ।

Tags: , ,

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add