for Add
নিজস্ব প্রতিবেদক : ২০ ডিসেম্বর ২০২১, সোমবার, ১:৩৪:৫৮
স্বাগতিক বাংলাদেশকে ৬-২ গোলে হারিয়ে হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারে জায়গা করে নিলো বিশ্ব হকির অন্যতম পরাশক্তি পাকিস্তান।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে আজ রোববার জিমি-আশরাফুলদের বিপক্ষে এই ম্যাচটি এক তরফায় পরিণত পাকিস্তান।বাংলাদেশের বিপক্ষে এই জয়ে পাকিস্তান সেমিফাইনালে ভারতকে এড়িয়েছে।
মাঠে খেলা গড়ানোর মাত্র ৪০ সেকেন্ডের মধ্যেই পেনাল্টি কর্নার পেয়ে যায় পাকিস্তান। কিন্তু অতিথি দলটি সুযোগ নষ্ট করে। এর দুই মিনিট পর পাকিস্তান অধিনায়ক ওমর ভুট্টার প্রচেষ্টা রুখে দেন গোলরক্ষক বিপ্লব কুজুর।
তবে ১৩ মিনিটে ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ। সোহানুর রহমান সবুজের হিট স্টিকে থামিয়ে দেন রাসেল মাহমুদ জিমি। সার্কেলের মধ্যে থেকে আরশাদ হোসেন বল (১-০) জালে পাঠান। কিন্তু এর ২০ সেকেন্ডের মধ্যেই সমতায় ফিরে পাকিস্তান। নাদিম আহমেদের ফিল্ড গোল করেন (১-১)।
১৮ মিনিটে এজাজ আহমেদের ফিল্ড গোলে লিড নেয় পাকিস্তান (২-১)। এর পর জুনাইদ মঞ্জুরের স্কয়ার পাস ধরে ২৪ মিনিটে আফরাজ ফিল্ড গোল করলে সহজ জয়ের পথে (৩-১) এগুতে থাকে বিশ্ব হকির অন্যতম পরাশক্তির এই দলটি। ২৬ মিনিটে নাদিম আহমেদের ফিল্ড গোলে পাকিস্তান এক হালি (৪-১) গোল পূূর্ণ করে।
৩৪ মিনিটে মোহাম্মদ রাজ্জাকের পেনাল্টি কর্নারের গোলে পাকিস্তান (৫-১) বড় জয়ের দিকে এগুলেও ৩৫ মিনিটে আরশাদ হোসেনের গোলে ব্যবধান কমে (৫-২)। আশরাফুল ইসলামের হিটে ঠাণ্ডা মাথায় প্লেস করেন ২০ বছর বয়সী এই ফরোয়ার্ড।
কিন্তু বাংলাদেশ রক্ষণভাগের সমন্বয়হীনতায় ৩৮ মিনিটে এজাজ আহমেদ ফিল্ড গোল করে (৬-২) পাকিস্তানকে বড় জয় উপহার দেন।
For add
For add
For add
For add
for Add