for Add

ছিটকে গেলেন কামিন্স, সাড়ে তিন বছর পর নেতৃত্বে স্টিভেন স্মিথ

বুধবার কামিন্স অ্যাডিলেডের এক রেস্তোরাঁয় অন্য একজন পেশাদার ক্রিকেটারের সঙ্গে খাবার খাচ্ছিলেন। সে সময়ে পাশের টেবিলে থাকা কাউকে কোভিড-১৯ পজিটিভ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। সেটা জানা মাত্রই কামিন্স অবিলম্বে সেখান থেকে বেরিয়ে আসেন। এবং কর্তৃপক্ষকে এই বিষয়টি নিয়ে সতর্ক করেন।

চোটের কারণে আগেই অ্যাডিলেড টেস্ট থেকে ছিটকে গিয়েছেন জস হ্যাজেলউড। এবার অ্যাশেজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন প্যাট কামিন্সও। জানা গেছে, বুধবার রাতে কামিন্স অ্যাডিলেডের এক রেস্তোরাঁয় গিয়েছিলেন। সেখানে কোভিড-১৯ পজিটিভ এক ব্যক্তির সংস্পর্শে আসেন তিনি। যে কারণে পিঙ্ক বলের টেস্ট থেকে বাদ পড়তে হয় কামিন্সকে।

তার পরিবর্তে এই টেস্টে দলকে নেতৃত্ব দেবেন সহঅধিনায়ক স্টিভেন স্মিথ। দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে বল টেম্পারিং কান্ডে নিষিদ্ধ হয়ে নেতৃত্ব হারানোর সাড়ে তিন বছর পর কামিন্সের পরিবর্তে বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা টেস্টের দলে ঢুকলেন মাইকেল নেসের।

জানা গেছে, বুধবার কামিন্স অ্যাডিলেডের এক রেস্তোরাঁয় অন্য একজন পেশাদার ক্রিকেটারের সঙ্গে খাবার খাচ্ছিলেন। সে সময়ে পাশের টেবিলে থাকা কাউকে কোভিড-১৯ পজিটিভ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। সেটা জানা মাত্রই কামিন্স অবিলম্বে সেখান থেকে বেরিয়ে আসেন। এবং কর্তৃপক্ষকে এই বিষয়টি নিয়ে সতর্ক করেন।

তবে নিয়ম অনুযায়ী, যাদের টিকাকরণ হয়ে গেছে, তাদের দক্ষিণ অস্ট্রেলিয়ার স্বাস্থ্য নির্দেশিকা মেনে অবিলম্বে করোনার পরীক্ষা করাতে হবে এবং ৭ দিনের জন্য আইসোলেশনে থাকতে হবে। সে ক্ষেত্রে কোভিড রিপোর্ট নেগেটিভ এলেও কামিন্সকে এখন নিয়ম মেনে সাত দিন আইসোলেশনে থাকতে হবে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেক এক বিবৃতিতে জানানো হয়, ‘কামিন্স বুধবার রাতে একটি রেস্তোরাঁয় খাবার খাচ্ছিলেন। তিনি কোনও বায়োসিকিউরিটি প্রোটোকল লঙ্ঘন করেননি এবং পরিস্থিতি সম্পর্কে অবগত হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি সেখান থেকে বের হয়ে আসেন এবং এরপর তার একটি পিসিআর পরীক্ষা করা হয়। তবে রিপোর্ট নেগেটিভ আসে। আমরা আশা করছি, মেলবোর্নে তৃতীয় অ্যাসেজ টেস্টে তিনি খেলবেন।’

Tags: , ,

সব সংবাদ

বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল কিশোরী ফুটবলাররা রোববার মধ্যপ্রাচ্যে যাচ্ছে বাংলাদেশের লক্ষ্য আফগানিস্তানকে হোয়াইটওয়াশ ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজনে গলদঘর্ম বাফুফে ২০২৬ ফুটবল বিশ্বকাপের বল ‘ট্রাইওন্ডা’ উন্মোচন করলো ফিফা পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ বিশ্বকাপ বাছাই উপলক্ষে হকির ক্যাম্প শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add