for Add
স্পোর্টস ডেস্ক : ১৬ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার, ১:২৮:৪৭
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথমবারের মতো মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ নারী দল। আগামী ৫ মার্চ নিউজিল্যান্ডের ডানেডিনে হবে সেই ম্যাচ।
বুধবার, মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ৪ মার্চ বিশ্বকাপের প্রথম ম্যাচে লড়বে স্বাগতিক নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।
৮ দলের বিশ্ব আসরে প্রথম পর্বে সব দলই একে অপরের বিপক্ষে একবার করে খেলবে। সেরা চার দল খেলবে সেমিফাইনালে। বাংলাদেশের মেয়েরা তাই ৭টি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে।
নিউজিল্যান্ডের ৬ শহর ডানেডিন, তাওরাঙ্গা, অকল্যান্ড, ক্রাইস্টচার্চ, ওয়েলিংটন ও হ্যামিল্টনে ৩১ দিনে হবে টুর্নামেন্টের ৩১ ম্যাচ। ৩০ মার্চ ওয়েলিংটনে প্রথম সেমিফাইনাল। ৩১ মার্চ দ্বিতীয় সেমির ভেন্যু ক্রাইস্টচার্চ। ৩ এপ্রিল ফাইনালও হবে ক্রাইস্টচার্চেই।
প্রথম ম্যাচের ভেন্যু ডানেডিনেই দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে নিগার সুলতানা জ্যোতির দল। ১৪ মার্চ হ্যামিল্টনে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান, ১৮ মার্চ তাওরাঙ্গায় ওয়েস্ট ইন্ডিজ, ২২ মার্চ হ্যামিল্টনে ভারত, ২৫ মার্চ ওয়েলিংটনে অস্ট্রেলিয়া ও ২৭ মার্চ একই ভেন্যুতে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা।
এবারের বিশ্বকাপে সরাসরি খেলছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত, স্বাগতিক হিসেবে সরাসরি খেলছে নিউজিল্যান্ড। বাছাইপর্ব পেরিয়ে খেলার সুযোগ পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও পাকিস্তান। তবে জিম্বাবুয়েতে বাছাইপর্বে করোনাভাইরাস হানা দেওয়ায় র্যাঙ্কিংয়ের সুবিধা নিয়ে উৎরে যায় লাল সবুজের প্রতিনিধিরা।
For add
For add
For add
For add
for Add