for Add

জাকির-সৌম্যর সেঞ্চুরি, তানজিদের আক্ষেপ

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) দক্ষিণাঞ্চলের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন পূর্বাঞ্চলের উইকেটরক্ষক ব্যাটার জাকির হাসান। অপর ম্যাচে উত্তরাঞ্চলের বিপক্ষে অসাধারণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন মধ্যাঞ্চলের সৌম্য সরকারও। তবে ১০ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে উত্তরাঞ্চলের তানজিদ হাসান তামিমকে।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে তৃতীয় দিন শেষে ৫ রানের লিড নিয়ে মাঠ ছাড়ে পূর্বাঞ্চল। এদিন ৫ উইকেটে ১৯৫ রান তুলেছে তারা। এর আগে ৪২৯ রানে অলআউট হয় দক্ষিণাঞ্চল।

এদিন আগের দিনের ৬ উইকেটে ২৮৮ রান নিয়ে ব্যাট করতে নামে দক্ষিণাঞ্চল। আগের দিনই সেঞ্চুরির কাছাকাছি আসা জাকির হাসান তুলে নেন তার প্রথম শ্রেণির ক্যারিয়ারের নবম সেঞ্চুরি। ২৭৬ বলে ১৫৮ রানের ইনিংস খেলেন এ উইকেটরক্ষক ব্যাটার। ১৯টি চার ও ২টি ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি।

সপ্তম উইকেটে মেহেদী হাসানের সঙ্গে ৬৪ রানের জুটি গড়েন জাকির। তবে দলটির বড় সংগ্রহের বড় অবদান রাখেন নাসুম আহমেদ। দারুণ এক হাফ সেঞ্চুরি তুলে জাকিরের সঙ্গে নবম উইকেটে গড়েন ১০৪ রানের জুটি। ফলে প্রথম ইনিংসে ১৬৯ রানের বড় লিডই পায় দলটি।

পূর্বাঞ্চলের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন নাঈম হাসান, এনামুল হক ও মোহাম্মদ আশরাফুল। অপর উইকেটটি রেজাউর রহমান রাজার।

১৬৯ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ করেনি পূর্বাঞ্চল। দুই ওপেনার ইমরুল কায়েস ও মোহাম্মদ আশরাফুল ওপেনিং জুটিতে গড়েন ৬২ রান। এরপর ২৮ রানের ব্যবধানে ৪টি উইকেট হারিয়ে বড় চাপে পড়ে তারা। এরপর পঞ্চম উইকেটে ইরফান শুক্কুরের সঙ্গে ৫২ রানের জুটি গড়ে সে চাপ সামলে নেওয়ার চেষ্টা করেন আফিফ হোসেন। দিনশেষে ৫ রানের লিড নিয়ে মাঠ ছাড়ে তারা।

দলের পক্ষে সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস খেলে অপরাজিত রয়েছেন আফিফ। ৯৭ বলে ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে এ রান করেন তিনি। তার সঙ্গে ১৮ রান নিয়ে অপরাজিত রয়েছেন ইরফান শুক্কুর। দক্ষিণাঞ্চলের পক্ষে ২টি করে উইকেট নেন নাসুম আহমেদ ও মেহেদী হাসান।

অপর ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মধ্যাঞ্চলের বিপক্ষে ১৭২ রানে পিছিয়ে আছে উত্তরাঞ্চল। এদিন ৫ উইকেটে ১৭২ রান তুলে দিন শেষ করেছে তারা। এর আগে ৩ উইকেটে ৫৬৩ রান করে ইনিংস ঘোষণা করে মধ্যাঞ্চল।

আগের দিনের ২ উইকেটে ৪৩০ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে এদিন ১৩৩ রান যোগ করে মধ্যাঞ্চল। মিজানুর রহমান ও মোহাম্মদ মিঠুনের পর সেঞ্চুরি তুলে নেন সৌম্য সরকারও। ১৪৮ বলে ১০টি চার ও ১টি ছক্কায় ১০৪ রানের ইনিংস খেলেন এ ব্যাটার। এছাড়া সালমান হোসেন ৫৩ ও মোসাদ্দেক হোসেন অপরাজিত ৫০ রান করেন।

প্রথম ইনিংসে ৩৪৪ রানে পিছিয়ে থেকে নিজের দ্বিতীয় ইনিংসের শুরুটাও ভালো হয়নি। ১৯ রানেই ওপেনার পারভেজ আহমেদ ইমনকে হারায় তারা। এরপর তানবির হায়দারের সঙ্গে ৭৮ রানের জুটি গড়েন তানজিদ হাসান। যার সিংহভাগ রানই আসে তানজিদের ব্যাট থেকে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা।

ওয়ানডে স্টাইলে ব্যাটিং করা তানজিদ এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। তবে ১০ রান দূরেই থামতে হয় তাকে। ১১৭ বলে ১১টি চার ও ১টি ছক্কায় ৯০ রান করেন তিনি। মার্শাল আইয়ুব ২৮ ও মাহিদুল ইসলাম অংকন ০ রানে উইকেটে আছেন। মধ্যাঞ্চলের পক্ষে ৩৯ রানের বিনিময়ে ৩টি উইকেট পেয়েছেন হাসান মুরাদ।

Tags: ,

সব সংবাদ

আইপিএলের দশ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড : নেই কোন বাংলাদেশী ক্রিকেটার জলসিঁড়ি রানবাংলা হাফ ম্যারাথন ৩০ নভেম্বর আইপিএলের ইতিহাসে রেকর্ড দামে বিক্রি পান্ত লাল-সবুজ জার্সিতে অনিশ্চিত হামজা চ্যালেঞ্জ কাপ জিতে আরেকটি ইতিহাস কিংসের ঢাকায় আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল ১৮ বছর পর এবার পঞ্চপাণ্ডব ছাড়া টিম বাংলাদেশ বিসিবি ঘোষিত পুরস্কারের অর্থ বুঝে পেলেন সাবিনারা জাকারিয়া পিন্টুকে শেষ বিদায় জানালো ক্রীড়াঙ্গন চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক শেষ মুহূর্তে রুদ্ধশ্বাস জয় বিদায়ের আগ মুহূর্তে আবেগঘন পোস্ট কায়েসের গোল মিসের মহড়ায় মালদ্বীপের কাছে হার জানুয়ারিতে ঢাকায় আসছেন ফিফা প্রেসিডেন্ট বগুড়ায় জিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু সাবিনাদের জন্য দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা বাফুফের ৮ গোল করে নতুন রেকর্ড চেলসির ট্রাম্পকে অভিনন্দন জানালেন ফিফা সভাপতি তাসমেরী স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট শুরু ম্যাচের মাঝেই বজ্রপাত > এক ফুটবলারের মৃত্যু তাসমেরী স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট আজ শুরু দাবিগুলো পূরণ করার চেষ্টা করব : প্রধান উপদেষ্টা আফগানিস্তান সিরিজে শান্তই অধিনায়ক শনিবার যমুনায় সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা একনজরে বিপিএলের দলগুলো সাকিবের দেশে আসা-যাওয়ায় কোন বাধা নেই : ক্রীড়া উপদেষ্টা জেনে নিন বাফুফে নির্বাচনে কে কোন পদে… ফুটবলপ্রিয় বন্ধুকে নিয়ে স্মরণ সভা ‘দিন যত যাচ্ছে ততই নির্বাচনের জন্য চাপ বাড়ছে’ নতুন লক্ষ্য নিয়ে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ আদালতের নতুন রায়ে ‘দুঃস্বপ্ন ভাঙলো’ পগবার স্কটল্যান্ডকে হারিয়ে ১০ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় পেল বাংলাদেশ রেকর্ড গড়ে বাংলাদেশকে হারালো ভারত নয় বছর পর বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা সাকিবকে নিরাপত্তা দেওয়া নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা এক পদে দুই মেয়াদের বেশি না থাকার নির্দেশনা ক্রীড়া উপদেষ্টার ক্রিকেটের দুই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা সাকিবের হামলার হুমকির পর কানপুর টেস্ট শুনছে মেঘের গর্জন বাংলাদেশের জার্সিতে খেললে ইংল্যান্ডের কোনো আপত্তি নেই জ্যোতিদের লক্ষ্য বিশ্বকাপ সেমিফাইনাল বাফুফে নির্বাচনে সভাপতি পদে লড়বেন তাবিথ আউয়াল ভারতের কাছে হারলো বাংলাদেশ সিরিয়ার কাছে ৪ গোলে হারলো বাংলাদেশ শেষ মুহূর্তে ভারতের কাছে হার ফিফা র‍্যাংকিং আরো পেছাল বাংলাদেশ তরফদারের প্রতিদ্বন্দ্বী কি তাহলে তাবিথ আউয়াল? ভারত আর পাকিস্তান দল কিন্তু এক নয় : সৌরভ গাঙ্গুলি মেসির চেয়েও সেরা হবেন ইয়ামাল! বাফুফে সভাপতি প্রার্থী তরফদার রুহুল আমিন ভারতে টেস্ট সিরিজ জয়ে আত্মবিশ্বাসী শান্ত

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add