for Add
স্পোর্টস ডেস্ক : ১৪ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার, ২৩:২৭:১৫
দুই টেস্টের সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাওয়া বাংলাদেশ দলের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন চলছে। কোয়ারেন্টিনের চতুর্থ দিনে প্রথমবারের মতো রুম থেকে বের হওয়ার সুযোগ মিলেছে তাদের। এদিন জিম সেশন সম্পন্ন করেছেন ক্রিকেটাররা।
পাকিস্তানের বিপক্ষে মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলে গত বুধবার দিবাগত রাতে নিউজিল্যান্ডগামী বিমানে চড়ে বাংলাদেশ টেস্ট দল। দীর্ঘ বিমান ভ্রমণ, ট্রানজিট মিলিয়ে শুক্রবার বাংলাদেশ সময় ভোরে ক্রাইস্টচার্চ পৌঁছায় তারা। সেখানেই চলছে ক্রিকেটারদের সাত দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন।
মঙ্গলবার ক্রাইস্টচার্চের কোয়ারেন্টিন সেন্টার প্রাঙ্গণে দলগতভাবে ঘোরাফেরা করার সুযোগ মেলে বাংলাদেশ দলের। পাশাপাশি জিমে ঘাম ঝরান মুশফিকুর রহিম-তাসকিন আহমেদ-নুরুল হাসান সোহানরা। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের সাত দিন এভাবেই পার করতে হবে তাদের। এরপর নিউজিল্যান্ডের স্বাস্থ্যবিধির নিয়ম অনুযায়ী, কোনো রকম সুরক্ষা বলয় ছাড়া মুক্তভাবে চলাফেরা করতে পারবেন ক্রিকেটাররা।
করোনা মহামারিকালে এই নিয়ে দ্বিতীয়বার নিউজিল্যান্ড সফরে গেল বাংলাদেশ। চলতি বছর মার্চে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে গিয়েছিল তারা। এবার দুই দলের মধ্যে হবে কেবল দুই টেস্টের সিরিজ।
আগামী ১ জানুয়ারি সিরিজের প্রথম টেস্ট হবে মাউন্ট মঙ্গানুইতে। আর ৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের ভেন্যু ক্রাইস্টচার্চ। টেস্ট সিরিজের আগে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে মুমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। একটিতে টেস্ট স্কোয়াডের সদস্যরা নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলবেন। আরেকটিতে বাংলাদেশের প্রতিপক্ষ থাকবে নিউজিল্যান্ড একাদশ। তবে প্রস্তুতি ম্যাচগুলোর সূচি এখনও জানানো হয়নি।
নিউজিল্যান্ডে সবশেষ সফরে কোয়ারেন্টিনের কড়াকড়ি ছিল বাংলাদেশ দলের জন্য। ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনের প্রথম সাত দিন রুমের বাইরে বের হওয়ার সুযোগ ছিল না কারও। তবে এবার কোয়ারেন্টিনের বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে টাইগারদের জন্য।
For add
For add
For add
For add
for Add