for Add
বাসস : ১১ ডিসেম্বর ২০২১, শনিবার, ২০:২৪:৫৮
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে পৌঁছে সাত দিনের কোয়ারেন্টিন সেশন শুরু করেছে টাইগাররা। কোয়ারেন্টাইন শেষে করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ হলেই একত্রে অনুশীলন শুরু করবে মোমিনুল-মুশফিক-তাসকিনরা।
এক ভিডিও বার্তায় আজ শনিবার ক্রাইস্টচার্চে কোয়ারেন্টাইনের প্রথম দিন নিয়ে নিজের অভিমত তুলে ধরেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ। তিনি বলেন, ‘আজকে আমাদের কোয়ারেন্টাইনের প্রথম দিন। ঘুম থেকে উঠে নাস্তা করার পর আমাদের জ্বর মাপা ও অন্যান্য সবকিছু দেখার জন্য ডাক্তার এসেছিলেন। গতকাল এখানে পৌঁছানোর পর আমরা সবাই যার যার রুমে চলে যাই। এরপর কারও সাথে দেখা হয়নি, ভিডিও কলে কথা বলা ছাড়া। দুই একজনের সাথে ভিডিও কলে কথা হয়েছে।’
খালেদ মাহমুদ আরো বলেন, ‘এ ছাড়া সব ঠিকই আছে। কঠিন সময়, ছেলেরা পাকিস্তান সিরিজ খেলে আসার পর থেকেই কঠিন সময় যাচ্ছে। আমার মনে হয় আর ২-৩ দিন কষ্ট করতে হবে, এরপর গ্রুপ হয়ে অনুশীলন, জিম ও ট্রেনিং করতে পারবো। তখন সব কিছু ঠিক হয়ে যাবে। আর আমরা সবাই ভাল আছি, সুস্থ আছি।’
চলতি বছর দ্বিতীয়বারের মত নিউজিল্যান্ড সফরে গেল বাংলাদেশ। গেল ফেব্রুয়ারির সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছিল টাইগাররা। দুই সংস্করণের সিরিজে একটি ম্যাচও জিততে পারেনি তারা।
গেল সেপ্টেম্বরে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ।
এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ থেকে বিদায় নেয়ার পর ঘরের মাঠে পাকিস্তানের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও দুই ম্যাচে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ।
আগামী বছরের পহেলা জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।
Tags: নিউজিল্যান্ড-ক্রিকেট, বাংলাদেশ-ক্রিকেট, বাংলাদেশ-নিউজিল্যান্ড-সিরিজ
For add
For add
For add
For add
for Add