for Add
বাসস : ২৮ নভেম্বর ২০২১, রবিবার, ০:১০:০৯
অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জয়ের মাধ্যমে রেকর্ড ২১তম গ্র্যান্ড স্ল্যামের মালিক হবার দ্বারপ্রান্তে রয়েছেন নোভাক জকোভিচ। সে কারণেই নয়বারের চ্যাম্পিয়ন এই সার্বিয়ান তারকা শুধুমাত্র ভ্যাক্সিনের কারণে বছরের প্রথম এই গ্র্যান্ড স্ল্যামে অংশ না নেবার ঝুঁকি নিবেন না বলেই বিশ্বাস করেন টুর্নামেন্ট প্রধান ক্রেইগ টিলে।
ইতোমধ্যেই টুর্নামেন্টের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে অস্ট্রেলিয়ান সরকারের প্রোটোকল অনুযায়ী জানুয়ারির এই গ্র্যান্ড স্ল্যামে অংশ নিতে হলে প্রত্যেক খেলোয়াড়কে অবশ্যই ভ্যাক্সিনেটেড থাকতে হবে। আর সে কারণেই জকোভিচের খেলা নিয়ে শঙ্কা দিখা দিয়েছেন। এখনো পর্যন্ত টিকা দিতে অস্বীকৃতি জানানো জকোভিচ অবশ্য এ ব্যাপারে নিশ্চিত করে কিছু জানাননি।
রেডিও স্টেশন এসইএন’কে টিলে বলেছেন, ‘সে এখনো কারো সাথে এ ব্যাপারে কোন আলোচনা করেননি। সে বিশ্বাস করে প্রত্যেকের মেডিকেল পজিশন একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। এক্ষেত্রে প্রত্যেকের নিজস্ব সিদ্ধান্ত নেবার অধিকার রয়েছে। কিন্তু যেহেতু নোভাক নয়বার এই অস্ট্রেলিয়ান ওপেনে জয়ী হয়েছে, সে কারণেই সে ১০ম শিরোপা জয়ের জন্য মুখিয়ে আছে।
রাফায়েল নাদাল ও রজার ফেদেরারের সাথে ২০টি স্ল্যাম জয় করে শীর্ষে থাকা জকোভিচ এবার দীর্ঘদিনের দুই পুরনো প্রতিদ্বন্দ্বীকে ছাড়িয়ে যেতে চান। ইতোমধ্যেই ফেদেরার এই টুর্নামেন্টে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। সে জন্য এই সুযোগ জকোভিচ কিছুতেই হারাতে চাইবে না। তবে এখানে খেলতে হলে ভ্যাক্সিনের বিকল্প নেই।’
For add
For add
For add
For add
for Add