for Add
বাসস : ১৯ নভেম্বর ২০২১, শুক্রবার, ২:৫২:৪৯
নিউজিল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে স্বাগতিক ভারত। এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে টিম ইন্ডিয়া। আজ শুক্রবার দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করতে চায় ভারত। অন্য দিকে সিরিজে টিকে থাকতে সমতা আনতে মরিয়া বিশ্বকাপের রানার্সআপ নিউজিল্যান্ড।
রাঁচিতে বাংলাদেশ সময় আজ সাড়ে সাতটায় শুরু হবে ভারত-নিউজিল্যান্ডের দ্বিতীয় ম্যাচটি।
সদ্য শেষ হওয়া সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালেই উঠতে পারেনি ভারত। সুপার টুয়েলভ থেকেই বিশ্বকাপ মিশন শেষ করে টিম ইন্ডিয়া। বিশ্বকাপে ব্যর্থতা ঝেড়ে ফেলতে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমেছে ভারত।
এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১৮ ম্যাচে মুখোমুখি হয় ভারত ও নিউজিল্যান্ড। ভারত ও নিউজিল্যান্ডের জয় সমান ৯টি করে। বিশ্বকাপের সুপার টুয়েলভে গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরেছিল ভারত।
ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড়, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, ঋসভ পান্থ, ইশান কিশান, যুজবেন্দ্রা চাহাল, রবীচন্দ্রন অশ্বিন, অক্ষল প্যাটেল, ভুবেনশ্বর কুমার, দীপক চাহার, মোহাম্মদ সিরাজ, আভাস খান ও হার্সাল প্যাটেল।
নিউজিল্যান্ড দল : টিম সাউদি (অধিনায়ক), টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, লুকি ফার্গুসন, মার্টিন গাপটিল, কাইল জেমিসন, এডাম মিলনে, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট ও ইশ সোধি।
Tags: নিউজিল্যান্ড-ক্রিকেট, ভারত ক্রিকেট
For add
For add
For add
For add
for Add