for Add
বাসস : ১৭ নভেম্বর ২০২১, বুধবার, ২২:১৩:২৯
এশিয়ান আরচারিতে প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বাংলাদেশের তিন নারী আরচার দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার ও বিউটি রায়।
২২তম এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপের পঞ্চম দিনে আজ বুধবার প্রথম পদকের দেখা পেয়েছে বাংলাদেশ। এশিয়ান আরচারিতে বাংলাদেশের এটি প্রথম পদক।
সকালে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে রিকার্ভ নারী দলগত ইভেন্টে ভিয়েতনামের খেলোয়াড়দের ৫-৩ সেটে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের তিন আরচার দিয়া-নাসরিন-বিউটি।
এরপর একই ইভেন্টে নারী আরচারদের পথে হেঁটে পুরুষ দল পদকের দেখা পেয়েছেন। কাজাখাস্তানের খেলোয়াড়দের ৬-২ সেটে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের রোমান সানা, হাকিম আহমেদ রুবেল ও রামকৃষ্ণ সাহা।
উল্লেখ্য আগামী শুক্রবার সকালে মিশ্র দলগত ইভেন্টে ফাইনালে কোরিয়ার বিপক্ষে স্বর্ণপদকের লড়াইয়ে নামবে স্বাগতিক বাংলাদেশ।
Tags: আরচ্যারি, বাংলাদেশ আরচ্যারি
For add
For add
For add
For add
for Add