for Add
স্পোর্টস ডেস্ক : ১৫ নভেম্বর ২০২১, সোমবার, ০:১১:১০
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতল অস্ট্রেলিয়া। রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া ৮ উইকেটে হারিয়েছে কেন উইলিয়ামসনদের। পাঁচবার ওয়ানডে বিশ্বকাপ জিততেও এটিই অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি শিরোপা।
নিউজিল্যান্ডের দেওয়া ১৭৩ রানের টার্গেটে পৌঁছতে অজিদের লেগেছে ১৮ দশমিক ৫ ওভার। তিনে নামা মিচেল মার্শ ৫০ বলে ৪ ছক্কা ও ৬ চারে অপরাজিত ৭৭ রানের ইনিংস খেলেন। ওপেনার ডেভিড ওয়ার্নার ৩৮ বলে ৫৩ রান করেন। এছাড়া গ্লেন ম্যাক্সওয়েল ১৮ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন।
৩১ বলে অর্ধশত পূরণ করেন মার্শ। এটি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দ্রুততম ফিফটি। অস্ট্রেলিয়ার দুটি উইকেটই নিয়েছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট।
এর আগে, টসে হেরে ব্যাটিং করে ২০ ওভারে ৪ উইকেটে ১৭২ রান তোলে নিউজিল্যান্ড। কিউইদের বড় সংগ্রহে বড় অবদান অধিনায়ক কেন উইলিয়ামসনের। ৪৮ বলে ৩ ছক্কা ও ১০ চারের সাহায্যে ৮৫ রানের ইনিংস খেলেন তিনি। ওপেনার মার্টিন গাপটিল ২৮ রান করলেও খেলেন ৩৫ বল। ১৭ বলে ১৮ রান করেন গ্লেন ফিলিপস।
অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড ৪ ওভারে ১৬ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেন। অ্যাডাম জাম্পা ২৬ রানে এক উইকেট নেন। মিচেল স্টার্ক ৪ ওভারে ৬০ রান দিয়ে ছিলেন উইকেট-শূন্য।
খুব কাছে গিয়ে এবারো বিশ্বকাপের ট্রফিটা ছুঁতে পারলেন না উইলিয়ামসনরা। গত ৬ বছরে দুটি ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল ও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হেরেছে নিউজিল্যান্ড।
Tags: অস্ট্রেলিয়া-ক্রিকেট, টি-২০, নিউজিল্যান্ড-ক্রিকেট, বিশ্বকাপ-ক্রিকেট
For add
For add
For add
For add
for Add