for Add
নিজস্ব প্রতিবেদক : ১১ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার, ০:৩৭:৪৩
আগের সপ্তাহের র্যাঙ্কিংয়ে তাদের রেটিং পয়েন্ট ছিল সমান। সাত দিনের ব্যবধানে দুজনেরই পয়েন্ট কমেছে। তবে সাকিব আল হাসান বেশি পয়েন্ট হারিয়েছেন। ফলে তাকে টপকে আইসিসি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে গেছেন মোহাম্মদ নবি।
গতকাল মঙ্গলবার খেলোয়াড়দের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
গত সপ্তাহে সাকিব ও নবি দুজনের রেটিং পয়েন্টই ছিল ২৭১। তবে বাংলাদেশের তারকা সাকিব হারিয়েছেন ১১ পয়েন্ট। তার বর্তমান পয়েন্ট ২৬০। তার চেয়ে ৫ পয়েন্ট বেশি নিয়ে এক নম্বরে আছেন আফগানিস্তানের তারকা নবি। তিনি খুইয়েছেন ৬ পয়েন্ট।
এক ধাপ এগিয়ে তিনে উঠেছেন শ্রীলঙ্কার ভানিন্দু হাসারাঙ্গা। তিনি অর্জন করেছেন ক্যারিয়ারসেরা ১৭৩ রেটিং পয়েন্ট। উন্নতি হয়েছে অস্ট্রেলিয়ার দুই তারকা গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল মার্শের। তিন ধাপ এগিয়ে চারে উঠেছেন ম্যাক্সওয়েল। পাঁচ ধাপ এগিয়ে নবম স্থান দখল করেছেন মার্শ।
ব্যাটিং ও বোলিং র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন যথাক্রমে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও শ্রীলঙ্কার হাসারাঙ্গা। বাবরের রেটিং পয়েন্ট ৮৩৯। হাসারাঙ্গার রেটিং পয়েন্ট ৭৯৭।
Tags: বাংলাদেশ-ক্রিকেট, সাকিব-আল-হাসান
For add
For add
For add
For add
for Add