for Add
নিজস্ব প্রতিবেদক : ৮ নভেম্বর ২০২১, সোমবার, ১৭:৫০:২০
প্রিমিয়ার হকি লিগে জিতেই চলেছে মোহামেডান। সোমবার মওলানা ভাসানী স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়নরা ১০-২ গোলে হারিয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে। প্রিমিয়ার লিগে মোহামেডানের এটি টানা সপ্তম জয়।
এর আগে মোহামেডান ১০- -০ গোলে দিলকুশা স্পোর্টিং ক্লাবকে, ৪-০ গোলে আজাদ স্পোর্টিং ক্লাবকে, ৩-১ গোলে পুলিশকে, ৫-০ গোলে সাধারণ বীমাকে, ৬-০ গোলে বাংলাদেশ স্পোর্টিং ক্লাবকে, একই ব্যবধানে ওয়ারি ক্লাবকে হারিয়েছে।
ম্যাচের দ্বিতীয় মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে মোহামেডানকে এগিয়ে দেন আশরাফুল ইসলাম। এর পর পরশি ক্লাবটিকে একের পর এক গোল দিয়ে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সাদাকালোরা।
দলের ১০ গোলের সবচেয়ে বেশি চারটি করেছেন আশরাফুল। তার চারটি গোলই এসেছে পেনাল্টি কর্নার থেকে। বাকি ৬ গোলের দুটি করেছেন রাজিব দাস এবং একটি করে গোল সুনিল, কৌশিক, জিমি ও সারোয়ারের।
ভিক্টোরিয়ার দুই গোলই করেছেন সাইফ খান।
For add
For add
For add
For add
for Add