for Add
নিজস্ব প্রতিবেদক : ২৮ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার, ১:৪৯:৩০
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সাইফ পাওয়ারটেক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে শেখ রাসেল আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স দাবা প্রতিযোগিতায় পোল্যান্ডের গ্র্যান্ডমাস্টার মিখাইল ক্রাসেনকভ চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি ৯ খেলায় ৭ পয়েন্ট পেয়ে এ কৃতিত্ব অর্জন করেন।
এদিরক সাড়ে ছয় পয়েন্ট সংগ্রহ করে ৬ জন খেলোয়াড় টাইব্রেকিং পদ্ধতিতে ইউক্রেনের গ্র্যান্ডমাস্টার ভিটালি বারনাডস্কি রানারআপ, ভারতের গ্র্যান্ডমাস্টার শ্রীনাথ নারায়নান তৃতীয়, ভারতের আন্তর্জাতিকমাস্টার মিত্রভা গুহ চতুর্থ, ভারতের গ্র্যান্ডমাস্টার শ্যাম সুন্দর মহাজন পঞ্চম, ইরানের আন্তর্জাতিকমাস্টার মৌসাভী সৈয়দ খলিল ষষ্ঠ ও আজারবাইজানের গ্র্যান্ডমাস্টার রাসুলভ ভুগার সপ্তমস্থান লাভ করেন।
এ প্রতিযোগিতা থেকে তিন জন খেলোয়াড় একটি করে গ্র্যান্ডমাস্টারের নর্ম অর্জন করেন। তারা হলেন ইরানের আন্তর্জাতিকমাস্টার মৌসাভী সৈয়দ খলিল, ভারতের আন্তর্জাতিকমাস্টার মিত্রভা গুহ ও ভারতের আন্তর্জাতিকমাস্টার কোস্তভ চক্রবর্তী।
তবে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ছয় পয়েন্ট পেয়ে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ প্রথম হয়েছেন। পাঁচ পয়েন্ট নিয়ে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব দ্বিতীয়, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান তৃতীয় ও ক্যান্ডিডেটমাস্টার চঞ্চল কুমার ঘোষ চতুর্থ হয়েছেন।
For add
For add
For add
For add
for Add