for Add
নিজস্ব প্রতিবেদক : ২২ অক্টোবর ২০২১, শুক্রবার, ১৪:১২:৫৬
শহীদ শেখ রাসেল জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস প্রতিযোগিতা আজ শুক্রবার আর্মি স্টেডিয়ামে শুরু হয়েছে। এতে দেশের ৬৪ জেলা, ৮ বিভাগ, শিক্ষাবোর্ড ও বিকেএসপিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় পাঁচশ’ অ্যাথলেট অংশ নিচ্ছেন।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের কনফারেন্স রুমে এ প্রতিযোগিতা উপলক্ষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু ও সহসভাপতি ফারুকুল ইসলাম নানা তথ্য তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে জানানো হয় বালক ও বালিকা বিভাগে ১৪টি এবং কিশোর-কিশোরী বিভাগে ২৭ ইভেন্টে পদকের জন্য জুনিয়র অ্যাথলেটরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঢাকায় আর্মি স্টেডিয়ামে হ্যান্ড টাইমিংয়ের এ আসরে স্বর্ণজয়ীদের তিন হাজার, রৌপ্যজয়ীদের দুই হাজার এবং ব্রোঞ্জজয়ীদের এক হাজার টাকা করে অর্থপুরস্কার দেয়া হবে।
এছাড়া নতুন রেকর্ডধারীদের প্রত্যেকে পাবে পাঁচ হাজার টাকা। আসর থেকে প্রতিভাবান অ্যথলেটদের দীর্ঘমেয়াদে প্রশিক্ষণের ব্যবস্থা করবে ফেডারেশন।
For add
For add
For add
For add
for Add