for Add
বাসস : ৮ অক্টোবর ২০২১, শুক্রবার, ২৩:৪২:৫৬
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারাতে পারলে ‘ব্ল্যাঙ্ক-চেক’ পাবার কথা জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা।
ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটের বিশ্বকাপ মিলিয়ে মোট ১২ বার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। ওয়ানডেতে ৭বার এবং
টি-টোয়েন্টিতে ৫বার। কিন্তু এর মধ্যে কোন ম্যাচই জিততে পারেনি পাকিস্তান।
এ অবস্থায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে আগামী ২৪ অক্টোবর আবারো মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। ওই ম্যাচকে ঘিরে ক্রিকেট মহলে উন্মদনা ও উত্তেজনা তুঙ্গে। এবার ভারতকে হারাতে পাকিস্তানকে লোভনীয় অফার দেয়া হয়েছে বলে জানান রমিজ।
তিনি জানান, আসন্ন বিশ্বকাপের ম্যাচে ভারতকে হারাতে পারলে পিসিবিকে ‘ব্ল্যাঙ্ক চেক’ দিতে রাজি হয়েছেন এক ধনী ব্যবসায়ী।
রমিজ বলেন, ‘আসন্ন বিশ্বকাপে ভারতকে হারাতে পারলে পিসিবিকে ফাঁকা চেক উপহার দেয়ার ঘোষণা দিয়েছেন এক বড় বিনিয়োগকারী।’
For add
For add
For add
For add
for Add