for Add
নিজস্ব প্রতিবেদক : ১ অক্টোবর ২০২১, শুক্রবার, ১৮:৪১:৩৯
বঙ্গবন্ধু প্রথম জাতীয় জেলা ক্লাব রাগবি প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছে ফরিদপুর পদ্মার পাড় রাগবি ক্লাব, বাগেরহাট অগ্রযাত্রা রাগবি ক্লাব, ঢাকা ফ্লেইম বয়েজ রাগবি ক্লাব ও নড়াইল ফাইটারস রাগবি ক্লাব। আগামীকাল সকালে দুটি সেমিফাইনাল, বিকেলে স্থাননির্ধারণী ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
বঙ্গবন্ধু জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সার্বিক ব্যবস্থাপনায় অনন্যা প্রকাশনীর পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু প্রথম জাতীয় জেলা ক্লাব রাগবি প্রতিযোগিতায় ১১টি দল অংশ নিচ্ছে। আজ এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় পুরষ্কারপ্রাপ্ত তারকা ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম। এসময় ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী, যুগ্নসম্পাদক সাঈদ আহমেদ,সদস্য মো সিরাজুল ইসলাম, পারভিন নাহার পুতুল ও সারোয়ার রাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।
আজ গ্রুপ পর্বের খেলায় কুড়িগ্রাম রাগবি ক্লাব ১৭-০ পয়েন্টে সুনামগঞ্জ ছাতক রাগবি ক্লাবকে, মাগুরা জেলা রাগবি ক্লাব ১২-৫ পয়েন্টে দিনাজপুর রাগবি ক্লাবকে, নড়াইল ফাইটারস রাগবি ক্লাব ৫-০ পয়েন্টে ব্রাক্ষণবাড়িয়া রাগবি ক্লাবকে, চাঁদপুর রাগবি ক্লাব ১২-৫ পয়েন্টে সাতক্ষীরা রাগবি ক্লাবকে ঢাকা ফ্লেইম বয়েজ রাগবি ক্লাব ৫-০ পয়েন্টে কুড়িগ্রাম রাগবি ক্লাবকে, বাগেরহাট অগ্রযাত্রা রাগবি ক্লাব ৩১-০ পয়েন্টে মাগুরা রাগবি ক্লাবকে, ফরিদপুর পদ্মার পাড় রাগবি ক্লাব ৫-০ পয়েন্টে চাঁদপুর রাগবি ক্লাবকে, ঢাকা ফ্লেইম বয়েজ রাগবি ক্লাব ৭-০ পয়েন্টে সুনামগঞ্জ ছাতক রাগবি ক্লাবকে এবং বাগেরহাট অগ্রযাত্রা রাগবি ক্লাব ৩১-০ পয়েন্টে দিনাজপুর রাগবি ক্লাবকে পরাজিত করে।
For add
For add
For add
For add
for Add