for Add
নিজস্ব প্রতিবেদক : ২৭ এপ্রিল ২০২১, মঙ্গলবার, ১৮:৫১:৩৮
আবাহনীর এএফসি কাপের ম্যাচটি এখন যেন এক গোলকধাঁধা। মালদ্বীপের ঈগলস ক্লাবের বিপক্ষে ম্যাচটি হওয়ার কথা ছিল ১৪ এপ্রিল ঢাকায়। করোনা সংক্রমণ বৃদ্ধি আর লকডাউন ম্যাচটির ভাগ্য অনিশ্চিত করে দিয়েছে। কখনো নেপালের কাঠমান্ডু, কখনো মালদ্বীপের মালে আবার কখনো ভারতের গোয়ায় ম্যাচ আয়োজনের চেষ্টা করা হলেও সমাধান আসেনি নানা কারণে।
ম্যাচটির আয়োজক আবাহনী। তাই এএফসি আবাহনীকেই একটি প্রস্তাব দিতে বলেছে সুনির্দিষ্ট করে। লকাউনের মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হতে যাচ্ছে। তাই আবাহনী তাদের এএফসি কাপের ম্যাচটি ঢাকায় আয়োজনের পথ খুঁজছিল। প্রথমে ২ মে, পরে ৩ মে ম্যাচ আয়োজন করা যায় কিনা তা নিয়ে বাফুফের মাধ্যমে আলোচনা চালিয়েছে আবাহনী।
আবাহনী সবকিছু বিবেচনা করে নতুন করে প্রস্তাব দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশনকে। সে প্রস্তাব অনুযায়ী ৫ থেকে ৭ মে’র মধ্যে যে কোন দিন ঢাকায় ম্যাচটি আয়োজনের সিদ্ধান্ত নিতে পারে এএফসি।
আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু জানিয়েছেন, ‘ম্যাচটি নিয়ে এএফসি আমাদের সর্বশেষ অবস্থান জানতে চেয়েছিল। আমরা ভারত ও মালদ্বীপের সঙ্গে আলোচনা করেছি। মালদ্বীপ ম্যাচটি আয়োজন করবে কিনা সে বিষয়ে পরিস্কার করে কিছু বলেনি। আর ভারতের সঙ্গে আমাদের সীমান্ত বন্ধ রয়েছে। তাই আমরা ৫, ৬ ও ৭ মে ম্যাচটি ঢাকায় আয়োজনের কথা এএফসিকে অবহিত করেছি।’
For add
For add
For add
For add
for Add