for Add
নিজস্ব প্রতিবেদক : ২৬ এপ্রিল ২০২১, সোমবার, ১৬:৪৪:৫০
লকডাউনের কারণে স্থগিত হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব মাঠে গড়াচ্ছে ৩০ এপ্রিল। সবার আগ্রহ ছিল মেয়েদের লিগ নিয়ে। কবে আবার মাঠে নামবেন সাবিনা-কৃষ্ণারা? স্থগিত থাকা মেয়েদের লিগ শুরতে বেশি সময় নিচ্ছে না বাফুফে।
কৃষ্ণাসহ ৫ জন নারী ফুটবলার করোনায় আক্রান্ত হয়েছিলেন। তাদের সংম্পর্শে থাকা বসুন্ধরা কিংসের আরো ৭ জনেরও করোনা পরীক্ষা করানো হয়েছিল।
রোববার সবার করোনা নেগেটিভ হওয়ায় বাফুফের মহিলা উইং কমিটি ঈদের আগেই মেয়েদের লিগ শুরুর সিদ্ধান্ত নিয়েছে।
বাফুফের মহিলা কমিটির চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন, ৫ মে থেকে মেয়েদের লিগ শুরু করবেন তারা। স্থগিত হওয়ার আগে দ্বিতীয় রাউন্ডের খেলা চলছিল।
গতবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসহ দুটি দল দুটি করে ম্যাচ শেষ করেছে। বাকিরা খেলেছে একটি করে ম্যাচ।
আট দলের লিগে শীর্ষে আছে বসুন্ধরা কিংসের মেয়েরাই। দুই ম্যাচ তারা প্রতিপক্ষের জালে দিয়েছে ২৪ গোল।
Tags: নারী-ফুটবল
For add
For add
For add
For add
for Add