for Add

নিষ্প্রাণ ড্র, টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট বাংলাদেশের

পঞ্চম দিনের চা-বিরতির পরই আকাশ ঘন কালো হয়ে নামল বৃষ্টি। সেই বৃষ্টিতে আর খেলাই হলো না। খেলা হলেও অবশ্য ফল হওয়ার বাস্তব কোন পরিস্থিতি ছিল না। পাল্লেকেলের রানে ভরা উইকেটে ড্র হলো বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম টেস্ট।

খেলা আর মাঠে নামানোর অবস্থা না থাকায় স্থানীয় সময় বিকেল ৪টা ১৮ মিনিটে আম্পায়াররা ম্যাচের সমাপ্তি ঘোষণা করেন। এই ড্রতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতন পয়েন্ট পেল বাংলাদেশ। এই টেস্ট থেকে বাংলাদেশ-শ্রীলঙ্কা দুদল পাচ্ছে ৩০ পয়েন্ট করে। আট নম্বরে থাকা লঙ্কানদের পয়েন্ট দাঁড়াল ১৫০। বাংলাদেশ ৩০। এই আসরে অবশ্য ফাইনালের হিসাব নিকেশ আগেই ঠিক হয়ে গেছে। ফাইনাল নিশ্চিত করেছে ভারত ও নিউজিল্যান্ড।

পাল্লেকেলেতে টস জিতে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৫৪১ রান করে ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ। জবাবে ৮ উইকেটে ৬৪৮ রান তুলে শেষ দিনের লাঞ্চ বিরতিতে ইনিংস ছেড়ে দেয় স্বাগতিকরা। ১০৭ রানে পিছিয়ে থেকে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে তুলল ১০০ রান। এরপর আর খেলা হয়নি।

নিষ্ফলা পরিস্থিতির মাঝে শেষ দিনে দর্শকদের আনন্দ দিয়েছেন তামিম ইকবাল। ৯৮ বলে ৭৪ রানে অপরাজিত ছিলেন তিনি। বৃষ্টিতে আর খেলা না হওয়ায় তার সেঞ্চুরিটাই হাতছাড়া হয়েছে। প্রথম ইনিংসেও সেঞ্চুরির সুযোগ ছিল তামিমের। সেবার বাজে শটে ৯০ রানে গিয়ে দেন আত্মাহুতি।

ব্যাটিংয়ের দিক থেকে এই টেস্টে বাংলাদেশের অর্জন কম নয়। প্রথম ইনিংসে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন নাজমুল হোসেন শান্ত। চোয়ালবদ্ধ দৃঢ়তায় খেলেন ১৬৩ রানের ইনিংস। দেশের বাইরে প্রথম ও টেস্টে একাদশতম সেঞ্চুরি তুলেন অধিনায়ক মুমিনুল হক।

তবে বল করতে নেমে হতাশায় পুড়তে হয়েছে বাংলাদেশকে। লঙ্কানদের হয়ে দাপট দেখিয়ে অধিনায়ক দিমুথ করুনারত্নে করে ফেলেন ২৪৪ রান, ১৬৬ রান আসে ধনঞ্জয়া ডি সিলভার ব্যাটে।

বোলারদের জন্য কোন সহায়তা না থাকা উইকেটে দারুণ বল করেছেন তাসকিন আহমেদ। অনেকদিন পর টেস্টে ফেরা এই পেসারকে শুরু থেকেই দেখা গেছে লাইন-লেন্থ ঠিক রেখে জায়গায় বল করতে। লম্বা স্পেলে বল করেছেন তিনি। কঠোর পরিশ্রমের ফলও পেয়েছেন। ৩০ ওভার বল করে ১১২ রান দিয়ে নেন ৩ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ প্রথম ইনিংস: ১৭৩ ওভারে ৫৪১/৭ (ইনিংস ঘোষণা) (তামিম ৯০, সাইফ ০, শান্ত ১৬৩, মুমিনুল ১২৭, মুশফিক ৬৮, লিটন ৫০, মিরাজ ৩, তাইজুল ২, তাসকিন ৬; লাকমল ১/৮১, বিশ্ব ৪/৯৬, কুমারা ১/৮৮, ম্যাথিউস ০/১৪, ধনঞ্জয়া ১/১৩০, হাসারাঙ্গা ০/১১১, করুনারত্নে ০/৬)।

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ১৭৯ ওভারে ৬৪৯/৮ (ইনিংস ঘোষণা) (করুনারত্নে ২৪৪, থিরিমান্নে ৫৮, ওশাদা ২০, ম্যাথিউস ২৫, ধনঞ্জয়া ১৬৬, নিশানকা ১২, ডিকভেলা ৩১ , হাসারাঙ্গা ৪৩, লাকমাল ২৩, বিশ্ব ০ ; আবু জায়েদ ০/৭৬, তাসকিন ৩/১১২, ইবাদত ১/৯১, মিরাজ ১/১৬০, তাইজুল ২/১৬৪, মুমিনুল ০/১৮, সাইফ ০/৫)।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ২৩ ওভারে ১০০/২ ( তামিম ব্যাটিং ৭৪, সাইফ ১, শান্ত ০, মুমিনুল ব্যাটিং ২৩ ; লাকমাল ২/১৪ , বিশ্ব ০/১৮, ধনঞ্জয়া ০/৪৫, হাসারাঙ্গা ০/১১)

ফল: ড্র ।

Tags: , ,

সব সংবাদ

হামজাকে ছাড়াই নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বুলবুল নারী কাবাডি বিশ্বকাপ বাংলাদেশে! অক্টোবরে বিসিবি নির্বাচন নেদারল্যান্ডসের সঙ্গে বাংলাদেশের প্রথম সিরিজ জয় চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে বাংলাদেশের চমক জাতীয় যুব চ্যাম্পিয়নশিপ শুরু অ্যান্টিডোপিং অ্যাওয়ারনেস ও স্পোর্টস মেডিসিন সেমিনার জুলাই রেভুলেশন ফেন্সিংয়ে চ্যাম্পিয়ন আনসার ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা এশিয়া কাপে হার দিয়ে শুরু ভুটানের কাছে হোঁচট খেলো বাংলাদেশ স্বর্ণজয়ী ফাতেমা ছাড়াই ফেন্সিং চ্যাম্পিয়নশিপ ফেন্সিংয়ে জিতলেই পাওয়া যাবে সুজুকি মোটরসাইকেল প্রথম নারী পরিচালক পেলো জাতীয় ক্রীড়া পরিষদ আফঈদাদের ক্লাব এবার ৭ গোলে হারলো প্রীতির হ্যাটট্রিকে বাংলাদেশের সহজ জয় কোকো আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন মিনহাজ এসএ টি-২০ লিগের ড্রাফটে বাংলাদেশের ২৩ ক্রিকেটার অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে নারী ফুটবল আগামীকাল কোকো আন্তর্জাতিক দাবা শুরু ১৫০ টাকায় মাঠে বসে দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ম্যাচে হারলো আফঈদাদের ক্লাব এশিয়া কাপের পর আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ জাতীয় নারী হ্যান্ডবলে আনসারের শিরোপা অক্ষুণ্ন কোকো আন্তর্জাতিক দাবা ঘিরে নারায়ণগঞ্জে উৎসবের আমেজ নারী বিশ্বকাপের জন্য দল ঘোষণা বাংলাদেশের প্রথম ফুটবলার হিসেবে যে ইতিহাস সৃষ্টি করলেন রোনালদো ভারতের কাছে ২-০ গোলে পরাজয় মেনে নিল বাংলাদেশ ট্র্যাকে ফিরে আবার দ্রুততম মানব ইমরানুর, মানবী সুমাইয়া এশিয়া কাপে বাংলাদেশ দলে নুরুল-সাইফ; নেই মিরাজ আরহাব দাবায় ফিরোজ চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন্স লিগে বাংলাদেশের ৫ নারী ফুটবলার চট্টগ্রামে প্রথমবার হতে যাচ্ছে রিজিওনাল ক্রিকেট টুর্নামেন্ট সাফ ফুটবলে বাংলাদেশের জয়ের সূচনা নারায়ণগঞ্জে জেলা দাবা শুরু টাইগারদের অনুশীলন আজ থেকে সিলেটে রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবল শুরু ঢাকায় হতে যাচ্ছে ‘ভেলোসিটি ১৫কে রান এডিশন ১’ চোট কাটিয়ে মাঠে ফিরছেন মেসি ২০ আগস্ট থেকে নারায়ণগঞ্জে জেলা দাবা শুরু এসএ গেমসে পদক জিততে ভলিবলের ক্যাম্প শুরু চ্যালেঞ্জ কাপে খেলে বিশ্বকাপের প্রস্তুতি সারবে বাংলাদেশ নারী দল ভারতে খেলতে আসতে পারেন রোনালদো ভুটানের ক্লাবে যোগ দিচ্ছেন আফঈদা-স্বপ্না ডন ব্র্যাডম্যানের ‘শূন্য’ করার সেই হতাশার দিন জাতীয় নারী হ্যান্ডবল শুরু হচ্ছে শনিবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল দীর্ঘ অপেক্ষার পর অনূর্ধ্ব-২০ নারী দল এশিয়ান কাপে তৃষ্ণার হ্যাটট্রিকে পূর্ব তিমুরের জালে ৮ গোল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add