for Add

বাংলাদেশের ধারহীন বোলিং, জোড়া সেঞ্চুরিতে দুর্বার শ্রীলঙ্কা

তাসকিন আহমেদের কয়েকটি ডেলিভারি ছাড়া বাংলাদেশের বোলিংয়ে যেন কিছু নেই। চতুর্থ দিনে বাকিদের কেউই ব্যাটসম্যানদের পরাস্ত করতে পারলেন না। চাপ মুক্তভাবে জম্পেশ হলো দিমুথ করুনারত্নে-ধনঞ্জয়া ডি সিলভার জুটি। দুজনেই করলেন সেঞ্চুরি। করুনারত্নের অপেক্ষায় নিজের প্রথম ডাবল সেঞ্চুরির। তাদের দাপটে টানা দুই সেশন উইকেটবিহীন থাকল বাংলাদেশ।

পাল্লেকেলেতে ৩ উইকেটে ৪৪২ রান নিয়ে চতুর্থ দিনের চা-বিরতিতে গেছে শ্রীলঙ্কা। এদিন দ্বিতীয় সেশনে খেলা হয়েছে ৩০ ওভার, লঙ্কানরা তুলেছে আরও ১১১ রান। অধিনায়ক করুনারত্নে ব্যাট করছেন ১৮৪ রানে, ধনঞ্জয়া অপরাজিত আছেন ১৩৪ রানে।

চতুর্থ উইকেট জুটিতে এসে গেছে ২৫২ রান।

সবচেয়ে বেশি হাত ঘুরিয়ে গেছেন দুই স্পিনার তাইজুল ইসলাম আর মেহেদী হাসান মিরাজ। উইকেটে টার্ন-বাউন্স না পাওয়ায় বেশ সাদামাটা ছিল পুরোটা সময়। এক পর্যন্ত লেগ স্টাম্পের বাইরে নেতিবাচক বোলিং করতে থাকেন তারা।

ছোট ছোট স্পেলে ফিরে তাসকিন চেষ্টা চালিয়েছে প্রাণপণ। কিন্তু উইকেট যেন সোনার হরিণ। সবচেয়ে হতাশ করেছেন আবু জায়েদ রাহি। আগের দিন থেকে বিবর্ণ এই পেসার বল করতে এলেই দিয়েছেন আলগা বল। মাঝারি পেসের এসব বল খেলতে কিংবা ছেড়ে দিতে কোন সমস্যাই হয়নি লঙ্কান ব্যাটসম্যানদের।

হাতে ৭ উইকেট নিয়ে বাংলাদেশ থেকে এখন আর ৯৯ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা। নিষ্প্রাণ উইকেটে লিড পাওয়া তাদের জন্য সময়ের ব্যাপার।

সংক্ষিপ্ত স্কোর:

(চতুর্থ দিনের চা- বিরতি পর্যন্ত)

বাংলাদেশ প্রথম ইনিংস: ৫৪১/৭

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ১৩৪ ওভারে ৪৪২/৩(করুনারত্নে ১৮৪, থিরিমান্নে ৫৮, ওশাদা ২০, ম্যাথিউস ২৫, ধনঞ্জয়া ১৩৪; আবু জায়েদ ০/৪৯, তাসকিন ১/৭০, ইবাদত ০/৮২, মিরাজ ১/১০৩, তাইজুল ১/১১৮, মুমিনুল ০/৮, সাইফ ০/৩)।

Tags: , ,

সব সংবাদ

নারী কাবাডি বিশ্বকাপ বাংলাদেশে! অক্টোবরে বিসিবি নির্বাচন নেদারল্যান্ডসের সঙ্গে বাংলাদেশের প্রথম সিরিজ জয় চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে বাংলাদেশের চমক জাতীয় যুব চ্যাম্পিয়নশিপ শুরু অ্যান্টিডোপিং অ্যাওয়ারনেস ও স্পোর্টস মেডিসিন সেমিনার জুলাই রেভুলেশন ফেন্সিংয়ে চ্যাম্পিয়ন আনসার ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা এশিয়া কাপে হার দিয়ে শুরু ভুটানের কাছে হোঁচট খেলো বাংলাদেশ স্বর্ণজয়ী ফাতেমা ছাড়াই ফেন্সিং চ্যাম্পিয়নশিপ ফেন্সিংয়ে জিতলেই পাওয়া যাবে সুজুকি মোটরসাইকেল প্রথম নারী পরিচালক পেলো জাতীয় ক্রীড়া পরিষদ আফঈদাদের ক্লাব এবার ৭ গোলে হারলো প্রীতির হ্যাটট্রিকে বাংলাদেশের সহজ জয় কোকো আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন মিনহাজ এসএ টি-২০ লিগের ড্রাফটে বাংলাদেশের ২৩ ক্রিকেটার অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে নারী ফুটবল আগামীকাল কোকো আন্তর্জাতিক দাবা শুরু ১৫০ টাকায় মাঠে বসে দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ম্যাচে হারলো আফঈদাদের ক্লাব এশিয়া কাপের পর আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ জাতীয় নারী হ্যান্ডবলে আনসারের শিরোপা অক্ষুণ্ন কোকো আন্তর্জাতিক দাবা ঘিরে নারায়ণগঞ্জে উৎসবের আমেজ নারী বিশ্বকাপের জন্য দল ঘোষণা বাংলাদেশের প্রথম ফুটবলার হিসেবে যে ইতিহাস সৃষ্টি করলেন রোনালদো ভারতের কাছে ২-০ গোলে পরাজয় মেনে নিল বাংলাদেশ ট্র্যাকে ফিরে আবার দ্রুততম মানব ইমরানুর, মানবী সুমাইয়া এশিয়া কাপে বাংলাদেশ দলে নুরুল-সাইফ; নেই মিরাজ আরহাব দাবায় ফিরোজ চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন্স লিগে বাংলাদেশের ৫ নারী ফুটবলার চট্টগ্রামে প্রথমবার হতে যাচ্ছে রিজিওনাল ক্রিকেট টুর্নামেন্ট সাফ ফুটবলে বাংলাদেশের জয়ের সূচনা নারায়ণগঞ্জে জেলা দাবা শুরু টাইগারদের অনুশীলন আজ থেকে সিলেটে রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবল শুরু ঢাকায় হতে যাচ্ছে ‘ভেলোসিটি ১৫কে রান এডিশন ১’ চোট কাটিয়ে মাঠে ফিরছেন মেসি ২০ আগস্ট থেকে নারায়ণগঞ্জে জেলা দাবা শুরু এসএ গেমসে পদক জিততে ভলিবলের ক্যাম্প শুরু চ্যালেঞ্জ কাপে খেলে বিশ্বকাপের প্রস্তুতি সারবে বাংলাদেশ নারী দল ভারতে খেলতে আসতে পারেন রোনালদো ভুটানের ক্লাবে যোগ দিচ্ছেন আফঈদা-স্বপ্না ডন ব্র্যাডম্যানের ‘শূন্য’ করার সেই হতাশার দিন জাতীয় নারী হ্যান্ডবল শুরু হচ্ছে শনিবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল দীর্ঘ অপেক্ষার পর অনূর্ধ্ব-২০ নারী দল এশিয়ান কাপে তৃষ্ণার হ্যাটট্রিকে পূর্ব তিমুরের জালে ৮ গোল টিটির ন্যাশনাল ক্যাম্পে সিলেকশন শুরু ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add