for Add
ওয়েবসাইট : ২৪ এপ্রিল ২০২১, শনিবার, ১২:১৮:১১
অবশেষে জয়ে ফিরল পাঞ্জাব কিংস। হারের হ্যাটট্রিকের পর শুক্রবার মুম্বাই ইন্ডিয়ান্সকে হেলায় হারাল পাঞ্জাব কিংস। আগেই ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৯ উইকেটে হেরেছিল রাহুল অ্যান্ড কোং। শুক্রবার মুম্বইকে ৯ উইকেট হারায় পাঞ্জাব কিংস। ম্যাচের সেরা পাঞ্জাব ক্যাপ্টেন লোকেশ রাহুল।
অবশেষে ছন্দে ফিরল পাঞ্জাব কিংস। পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে শুক্রবার রাতে ব্যাট এবং বল- সব বিভাগেই টেক্কা দিল প্রীতির পাঞ্জাব। প্রথমে দুর্দান্ত বোলিং তারপর দুরন্ত ব্যাটিং। চিপকের স্লো-পিচে ১৩১ রান তাড়া করতে নেমে দারুণ শুরু করে পাঞ্জাব। লোকেশ রাহুল ও মায়াঙ্ক আগওয়াল ওপেনিং জুটিতে ৫৩ রান যোগ করে পাঞ্জাবকে জয়ের পথে এগিয়ে দিয়েছিল।
অষ্টম ওভারে রাহুল চাহারের বলে ব্যক্তিগত ২৫ রানে আউট হন মায়াঙ্ক। ২০ বলে একটি ছক্কা ও চারটি বাউন্ডারি মারেন তিনি। এরপর রাহুলের সঙ্গে জুটি বেঁধে দলকে বৈতরণী পার করান ক্রিস গেইল। ৬৫ বলে ৭৯ রানের অপরাজিত পার্টনারশিপে ১৪ বল বাকি থাকতেই দলকে জেতান রাহুল-গেইল। দুরন্ত হাফ-সেঞ্চুরি করেন পাঞ্জাব ক্যাপ্টেন। ৫২ বলে তিনটি ছয় ও তিনটি চার মেরে ৬৩ রানে অপরাজিত থাকেন রাহুল। বেশি আক্রমণাত্মক ছিলেন গেইল। ৩৫ বলে পাঁচটি বাউন্ডারি ও দু’টি ছক্কা-সহ ৪৩ রানে অপরাজিত থাকেন।
চিপকের বাইশ গজে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাঞ্জাব অধিনায়ক লোকেশ রাহুল। প্রথমে ব্যাটিং করে পাঞ্জাব বোলারদের বিরুদ্ধে মাত্র ১৩১ রান তোলে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স।
ক্যাপ্টেনের সিদ্ধান্ত ঠিক প্রমাণ করলেন পাঞ্জাব বোলাররা। দুর্দান্ত পারফরম্যান্স মহম্মদ শামি ও রবি বিষ্ণুই। চলতি আইপিএলে প্রথম ম্যাচেই বল হাতে কামাল দেখালেন বিষ্ণুই। চিপকে চার ওভারে মাত্র ২১ রান দিয়ে দু’ উইকেট নেন তরুণ এই লেগ-স্পিনার।
গত আইপিএলে অভিষেকেই দারুণ বোলিং করেছিলেন তিনি। ১৪ ম্যাচে ১২টি উইকেট নিয়েছিলেন। তবুও চলতি আইপিএলে প্রথম চারটি ম্যাচে সুযোগ হয়নি। কিন্তু শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মরুগান অশ্বিনের পরিবর্তে বিষ্ণুইকে দলে নেয় পাঞ্জাব।
এদিনও ব্যর্থ রোহিতের ওপেনিং পার্টনার কুইন্টন ডি’কক। বাঁ-হাতি প্রোটিয়া ব্যাটসম্যান মাত্র ৩ রান করে ডাগ-আউটে ফিরে যান। এরপর রোহিত দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও ফের ব্যর্থ ইশান কিশান। মাত্র ৬ রান করে বিষ্ণুর শিকার হন তিনি।
এরপর তৃতীয় রোহিত ও সূর্যকুমার যাদব ৭৯ রান যোগ করে দলের হাল ফেরান। কিন্তু ব্যক্তিগত ৩৩ রানে সূর্যকুমারকে বিষ্ণু তুলে নেওয়ার পর কোনও বড় পার্টনারশিপ হয়নি। এই জয়ের ফলে পাঁচ নম্বরে উঠে এল পাঞ্জাব কিংস।
Tags: আইপিএল, কিংস-ইলেভেন-পাঞ্জাব, ক্রিস-গেইল, পাঞ্জাব-কিংস, মুম্বাই-ইন্ডিয়ান্স
For add
For add
For add
For add
for Add