for Add
বাসস : ১৭ এপ্রিল ২০২১, শনিবার, ২০:২০:৩৫
এসি মিলানের ফরোয়ার্ড মারিও মানজুকিচ পুরো মাস জুড়ে ইনজুরিতে থাকায় মার্চ মাসের সম্পূর্ণ বেতন চ্যারিটিতে দান করেছেন।
জানুয়ারিতে মিলানে যোগ দেবার পর মিলানের হয়ে মাত্র ১৫৮ মিনিট মাঠে ছিলেন মানজুকিচ। পেশীর ইনজুরির কারণে ৩৪ বছর বয়সী এ অভিজ্ঞ ক্রোয়েশিয়ান মার্চ মাসের পুরোটাই বিশ্রামে কাটিয়েছেন।
মিলানের সভাপতি পাওলো স্কারোনি জানিয়েছেন মানজুকিচের বেতনের এ অর্থ ক্লাবের চ্যারিটি ফোন্ডাজিওনে মিলানে দিয়ে দেয়া হবে।
এ চ্যারিটিটি মূলত ক্লাবের তরুণদের সহায়তায় কাজ করে থাকে। স্কারোনি জানিয়েছেন, ‘মিলানের প্রতি অসীম শ্রদ্ধাবোধ ও পূর্ণাঙ্গ পেশাদারীত্ব থেকেই মানজুকিচ এ ধরনের ব্যতিক্রমী একটি সিদ্ধান্ত নিয়েছেন।
For add
For add
For add
For add
for Add