for Add
ক্রীড়া প্রতিবেদক : ১৩ এপ্রিল ২০২১, মঙ্গলবার, ০:৩৮:০৪
আইপিএলের মঞ্চে ৩৫০টি ছক্কা হাঁকালেন ক্যরিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। সোমবার পাঞ্জাব কিংসের হয়ে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২৮ বলে ৪০ রান করেন ক্যারিবিয়ান এই ক্রিকেটার।
ইনিংস সাজানো ছিল ৪টি চার এবং ২টি ছক্কা দিয়ে। প্রথম ছক্কাটি মারার সঙ্গে সঙ্গেই ৩৫০টি ছয় মারার রেকর্ড গড়েন ‘ইউনিভার্স বস’।
আইপিএলে সব মিলিয়ে ১৩৩টি ম্যাচ খেলেছেন গেইল। রান করেছেন ৪৮১২, মেরেছেন ৩৫১টি ছক্কা। ৬টি শতরানও রয়েছে তার আইপিএল ক্যারিয়ারে।
ছক্কা মারার ক্ষেত্রে বাকি ব্যাটসম্যানদের থেকে অনেকটাই এগিয়ে গেইল। দ্বিতীয় স্থানে থাকা এবি ডি ভিলিয়ার্স মেরেছেন ২৩৭টি ছক্কা। ভারতীয়দের মধ্যে সব চেয়ে বেশি ছক্কা মেরেছেন মহেন্দ্র সিংহ ধোনি। ২০৫ ম্যাচে তিনি মেরেছেন ২১৬টি ছক্কা।
আইপিএলের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয় পাঞ্জাব এবং রাজস্থান। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় রাজস্থান। ব্যাট করতে নেমে ২০ ওভারে ২২১ রান করেছে পাঞ্জাব। অধিনায়ক লোকেশ রাহুল ৯১ রান করেন। পাঞ্জাবের হয়ে রান পেয়েছেন দীপক হুদাও। তিনি ২৮ বলে ৬৪ রান করেন।
জবাবে রাজস্থান অধিনায়ক সাঞ্জু স্যামসন সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারলেন না। ৪ রানে হেরে যায় রাজস্থান। সাঞ্জু করেন ১১৯ রান।
Tags: ক্রিস-গেইল, পাঞ্জাব-কিংস, রাজস্থান-রয়্যালস
For add
For add
For add
For add
for Add