for Add
ক্রীড়া প্রতিবেদক : ১২ এপ্রিল ২০২১, সোমবার, ০:০৭:৩৬
ওপেনার জনি বেয়ারস্টোর ঝোড়ো ৫৫ রান এবং মনীশ পান্ডের অপরাজিত ৬১ রানেও জয় এল না সানরাইজার্সের। ব্যাটসম্যানদের পর বল হাতে বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে জয় দিয়ে আইপিএল অভিযান শুরু করল নাইটরা। ১০ রানে সানরাইজার্সকে হারাল শাহরুখ খানের দল।
শেষ ৬ বলে ২২ হায়দরাবাদের জয়ের জন্য ২২ রান প্রয়োজন ছিল। কিন্তু আন্দ্রে রাসেলের বুদ্ধিমত্তার কাছে হার মানল ডেভিড ওয়ার্নারের দল। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৭ রানে থেমে গেল সানরাইজার্স। ফলে ১০ রানে জিতে এ বারের আইপিএল অভিযান শুরু করল অইন মর্গ্যানের কলকাতা নাইট রাইডার্স।
১৯তম ওভারে প্যাট কামিন্সকে দুটো ছক্কা মারলেন আব্দুল সামাদ। ১৯ ওভারে ৫ উইকেটে ১৬৬ রান তুলল হায়দরাবাদ। ৬ বলে দরকার ২২ রান।
কাজে এল না মণীশ পাণ্ডের অর্ধ শতরান। এ বার বিজয় শঙ্করকে ফেরালেন আন্দ্রে রাসেল। ১৮ ওভারে ১৫০ রান তুলতে গিয়ে ৫ উইকেট হারাল হায়দরাবাদ।
প্রসিদ্ধ কৃষ্ণর বলে মহম্মদ নবি আউট। ১৩১ রানে ৪ উইকেট হারিয়ে চাপে হায়দরবাদ। জয়ের দোরগোড়ায় কলকাতা নাইট রাইডার্স।
১৫ ওভারে ৩ উইকেটে ১১৯ রান তুলল হায়দরাবাদ।
১৪ ওভারে ৩ উইকেটে ১১৩ রান তুলল হায়দরাবাদ। সানরাইজার্সকে জিততে হলে ৩৬ বলে ৭৫ রান করতে হবে।
জনি বেয়ারস্টোকে আউট করে নাইটদের খেলায় ফেরালেন প্যাট কামিন্স। ১০২ রানে ৩ উইকেট হারাল হায়দরাবাদ।
১১ ওভারে ২ উইকেটে ৮৯ রান তুলল হায়দরাবাদ। জনি বেয়ারস্টো ৩১ বলে ৪৬ ও মণীশ পাণ্ডে ২৫ বলে ৩১ রানে ক্রিজে আছেন।সানরাইজার্সকে জিততে হলে ৫৪ বলে ৯৯ রান করতে হবে।
১১ ওভারে ২ উইকেটে ৮৯ রান তুলল হায়দরাবাদ। জনি বেয়ারস্টো ৩১ বলে ৪৬ ও মণীশ পাণ্ডে ২৫ বলে ৩১ রানে ক্রিজে আছেন। সানরাইজার্সকে জিততে হলে ৫৪ বলে ৯৯ রান করতে হবে।
৯ ওভারে ২ উইকেটে ৬৯ রান তুলল হায়দরাবাদ। জনি বেয়ারস্টো ৩৬ ও মণীশ পাণ্ডে ২৩ রানে ক্রিজে আছেন।
৮ ওভারে ২ উইকেটে ৬০ রান তুলল হায়দরাবাদ। মণীশ পাণ্ডে ২০ ও জনি বেয়ারস্টো ৩০ রানে ক্রিজে আছেন।
৭ ওভারে ২ উইকেটে ৪৫ রান তুলল হায়দরাবাদ। মণীশ পাণ্ডে ২০ ও জনি বেয়ারস্টো ১৮ রানে ক্রিজে আছেন।
৫ ওভারে ২ উইকেটে ৩২ রান তুলল হায়দরাবাদ।
৪ ওভারে ২ উইকেটে ২০ রান তুলল হায়দরাবাদ।
ওয়ার্নারের পর ঋদ্ধিকে আউট করে শুরু থেকেই দাপট বজায় রাখছে কেকেআর। ১০ রানে ২ উইকেট হারাল হায়দরাবাদ।
দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই ডেভিড ওয়ার্নারকে আউট করে নাইটদের প্রথম সাফল্য এনে দিলেন প্রসিদ্ধ কৃষ্ণ। ২ ওভারে ১ উইকেটে ১০ রান তুলল হায়দরাবাদ।
হরভজন সিংহের বলে ডেভিড ওয়ার্নারের সহজ ক্যাচ ফেললেন প্যাট কামিন্স। প্রথম ওভারের শেষ বলে ভাজ্জিকে কভারের উপর দিয়ে ছক্কা মারলেন ঋদ্ধিমান সাহা। ১ ওভারে ৮ রান তুলল হায়দরাবাদ।
Tags: আইপিএল, কলকাতা-নাইট-রাইডার্স, সাকিব-আল-হাসান
For add
For add
For add
For add
for Add