for Add
বাসস : ১১ এপ্রিল ২০২১, রবিবার, ১৯:৪০:২৬
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্থদশ আসরের দ্বিতীয় ম্যাচে গতরাতে মুখোমুখি হয়েছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ও গতবারের রানার্সআপ দিল্লি ক্যাপিটালস।
ম্যাচে দিল্লির কাছে ৭ উইকেটে হারের স্বাদ পায় ধোনির চেন্নাই। হারের পাশাপাশি জরিমানার কবলেও পড়েছেন ধোনি।
স্লো-ওভার রেটের কারণে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে চেন্নাইয়ের অধিনায়ক ধোনিকে।
এবারের আসরে এটি চেন্নাইয়ের প্রথম অপরাধ হওয়ায় কোন আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি। আইপিএলের কোড অব কন্ডাক্ট ভঙ্গ করায় এ জরিমানা করা হয়েছে ধোনিকে।
ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৮৮ রান করে চেন্নাই। জবাবে ৩ উইকেট হারিয়ে ১৮ দশমিক ৪ ওভারে জয়ের স্বাদ নিয়ে দিল্লি। ২ বল খেলে রানের খাতা না খুলেই আউট হন ধোনি।
For add
For add
For add
For add
for Add