for Add
নিজস্ব প্রতিবেদক : ২ এপ্রিল ২০২১, শুক্রবার, ১৮:৩২:৩৭
বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস নারী ফুটবলে থুইয়ানির দশ গোলের উপর ভর করে বাংলাদেশ আনসার ভিডিপি বড় জয় পেয়েছে। শুক্রবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে তারা ১৭-০ গোলে খুলনা জেলাকে পরাজিত করেছে। আনসার ভিডিপির থুইয়ানি ১০টি, লিডা ৩টি গোল করেন। একটি করে গোল করেন মুনকি, রুপা আক্তার, সিরাত সাবরিন ও শিরিন আক্তারের।
অপর ম্যাচে রাজশাহী জেলা ৭-১ গোলে ময়মনসিংহ জেলাকে হারিয়েছে। রাজশাহীর সংক্রান্তি বালা ও শাহিনা আক্তার ২টি করে এবং সুমাইয়া আক্তার, শ্রীমতি কর্নফুলী ও নিপা রানী ১টি করে গোল করেন।
For add
For add
For add
For add
for Add