for Add
ক্রীড়া প্রতিবেদক : ১ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার, ২৩:২২:৫৭

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ক্রিকেটে শুভ সূচনা করেছে বরেন্দ্র নর্থজোন। ১ এপ্রিল, বৃহস্পতিবার উদ্বোধনী ম্যাচে ২১১ রানের বড় ব্যবধানে চন্দ্রদ্বীপ সাউথজোনকে হারায় বরেন্দ্র নর্থজোন।
বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে আগে ব্যাটিং করে বরেন্দ্র নর্থজোন ৮ উইকেটে ২৩৭ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলেন মিনহাজুল হাসান। ১০৬ বলের ইনিংস সমৃদ্ধ ছিল ৭ বাউন্ডারিতে। মিসবাহ আহমেদ ৩৮ রানে অপরাজিত ছিলেন। জাহিদুল হক ৩৬, নাঈম আহমেদ ৩১, আরাফাত ইসলাম ২৬ রান করেন।
চন্দ্রদ্বীপ বোলারদের মধ্যে নুরুল হাসান, হাসিব হাওলাদার, শাহরিয়ার সাকিব দুটি করে উইকেট নিয়েছেন। এছাড়া কাজী আল আমিন এক উইকেট নেন।
২৩৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে চন্দ্রদ্বীপ শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ফাহিম হাবিবের পেসের সামনে দাঁড়াতেই পারেননি চন্দ্রদ্বীপের ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত ৯.৪ ওভারে ২৬ রান তুলে অলআউট হয় চন্দ্রদ্বীপ সাউথজোন। ৫ ব্যাটসম্যান রানের খাতাই খুলতে পারেননি। দলের পক্ষে ৯ সর্বোচ্চ রান করেছেন চৌধুরী মোহাম্মদ রেজওয়ান।
বরেন্দ্র নর্থজোনের বোলারদের মধ্যে একাই ৬ উইকেট নিয়েছেন ফাহিম হাবিব। ৫ ওভারে ১৪ রান খরচ করেন এ পেসার। ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে ফাহিম হাবিবের হাতে। বাকি তিনটি উইকেট নিয়েছেন সজিব আহমেদ।
ম্যাচের আগে বেলুন উড়িয়ে গেমসের পুরুষ ক্রিকেটের উদ্বোধন করেন বরিশাল সদর আসনের এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আলমগীর হোসেন খান আলো।
Tags: ক্রিকেট, গেমস-ক্রিকেট, টি-টোয়েন্টি-ক্রিকেট, বাংলাদেশ-গেমস
For add
For add
For add
For add
for Add