for Add
নিজস্ব প্রতিবেদক : ৩ ফেব্রুয়ারি ২০২১, বুধবার, ০:০৩:০৫
কয়েক দফা পেছানোর পর বঙ্গবন্ধু অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ হকির নতুন তারিখ নির্ধারণ হয়েছে ১ থেকে ১০ জুলাই। ১০ দেশের এই টুর্নামেন্টের গ্রুপিং আগেই ঠিক হয়েছিল। সোমবার এশিয়ান হকি ফেডারেশন চূড়ান্ত করেছে ফিকশ্চার।
মওলানা ভাসানী স্টেডিয়ামে টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে ভারত ও পাকিস্তানের সঙ্গে ‘এ’ গ্রুপে। এছাড়াও আছে দক্ষিণ কোরিয়া ও চাইনিজ তাইপে। ‘বি’ গ্রুপে জাপান, মালয়েশিয়া, চীন, উজবেকিস্তান ও সিঙ্গাপুর।
বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী দিনে। ওই দিনের চার ম্যাচের শেষটিতে রাত আটটায় পাকিস্তানের মুখোমুখি হবে লাল-সবুজ জার্সিধারী যুবারা।
২ জুলাই দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। পরের দিন প্রতিপক্ষ চাইনিজ তাইপে। ৭ জুলাই গ্রুপের শেষ ম্যাচ খেলবে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এই টুর্নামেন্টে স্বত্ব কিনেছে বাংলাদেশ হকি ফেডারেশন। যে কারণে টুর্নামেন্টের নাম জাতির পিতার নামে।
For add
For add
For add
For add
for Add