for Add
নিজস্ব প্রতিবেদক : ২ জানুয়ারি ২০২১, শনিবার, ২৩:১৭:২৩
আগামী ১১-১৯ মার্চ ঢাকার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে। যেখানে অংশ নেবে ভারত, জাপান, মালয়েশিয়া, পাকিস্তান. দক্ষিণ কোরিয়া ও স্বাগতিক বাংলাদেশ।
প্রথমবারের মতো হকির এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ স্বাগতিক দল হিসেবে খেলার সুযোগ পাচ্ছে। এ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভাল করার প্রত্যয়ে
প্রধান কোচ মাহবুব হারুনের অধীনে ১০ জানুয়ারি থেকে জাতীয় হকি দলের প্রস্তুতি শুরু হবে। এ উপলক্ষে বাংলাদেশ হকি ফেডারেশন ক্যাম্পের জন্য ৩২ খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে। এর মধ্য যুব দলের (অনূর্ধ্ব-২১) খেলোয়াড় রয়েছেন ১৮ জন। বাকিরা সিনিয়র দলের খেলোয়াড়।
ক্যাম্পে ডাক পাওয়া ৩২ খেলোয়াড় হলেন
গোলরক্ষক : অসীম গোপ, আবু সাইদ, বিপ্লব কুজুর ও নুরুজ্জামান নয়ন।
রক্ষণভাগ : আশরাফুল ইসলাম, ফরহাদ আহমেদ, সোহানুর রহমান, মেহেদি হাসান, রেজাউল করিম, মনোজ বাবু, শফিউল আলম, খোরশেদুর রহমান, সারোয়ার মোর্শেদ ও খালেদ মাহমুদ।
মধ্যমাঠ : সারোয়ার হোসেন, রোমান সরকার, নাইমুদ্দিন, ফজলে হোসেন, হাসান যুবায়ের নিলয়, আবেদ উদ্দিন ও রাজু আহমেদ।
আক্রমণভাগ : রাসেল মাহমুদ জিমি, মিলন হোসেন, মইনুল ইসলাম কৌশিক, আরশাদ হোসেন, মাহবুব হোসেন, দ্বীন ইসলাম, রকিবুল হাসান, পুস্কর ক্ষীশা মিমো, রাজীব দাশ, মোহাম্মদ মহসিন ও দেবাশিষ কুমার।
For add
For add
For add
For add
for Add