for Add
নিজস্ব প্রতিবেদক : ২৬ ডিসেম্বর ২০২০, শনিবার, ১৫:৪৭:৩৫

চট্টগ্রাম আবাহনী লিমিটেড এক জয় দিয়েই ওয়ালটন ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। আজ শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচে তারা ১-০ গোলে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে পরাজিত করে। ৩৮ মিনিটে জয়সূচক গোল করেন ব্রাজিলের ফরোয়ার্ড নিক্সেন গুইলমে।
এর আগে রহমতগঞ্জ প্রথম ম্যাচে বসুন্ধরা কিংসের কাছে ৩-০ গোলে হেরেছিল। ফলে পুরনো ঢাকার দলটি টানা দুই পরাজয়ে ফেডারেশন কাপ থেকে বিদায় নিল।
চট্টগ্রাম আবাহনী জেতায় তাদের সাথে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হলো বসুন্ধরা কিংসেরও। দুই দল সোমবার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে।
আগামীকাল শনিবার ফেডারেশন কাপের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সোয়া ৫টায় উত্তর বারিধারা ক্লাব ও আরামবাগ ক্রীড়া সংঘ এবং সাইফ স্পোর্টিং ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন একে অপরের মোকাবিলা করবে।
For add
For add
For add
For add
for Add