for Add
নিজস্ব প্রতিবেদক : ১৫ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার, ২১:৪০:০৪
শহীদ আহসান উল্লাহ মাস্টার বিজয় দিবস আরচ্যারী টুর্নামেন্টের দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে প্রদীপ্ত চাকমা ও দিয়া সিদ্দিকী ৫-৪ সেট পয়েন্টের ব্যবধানে মো. রোমান সানা ও মেহেনাজ আক্তার মনিরাকে পরাজিত করে ব্রোঞ্জপদক লাভ করেন। বুধবার ফাইনালে মো. ইমদাদুল হক মিলন ও মোসাম্মৎ ইতি খাতুন এবং মো. আব্দুর রহমান আলীফ ও বিউটি রায় প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এদিকে কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে সুস্মিতা বনিক ও মোহাম্মদ আশিকুজ্জামান ১৫৩-১৪৯ পয়েন্টের ব্যবধানে মো. আসিফ মাহমুদ ও শ্যামলী রায়কে পরাজিত করে ব্রোঞ্জপদক জয় করেন। বুধবার ফাইনালে অসীম কুমার দাস ও তানিয়া রীমা এবং মো. সোহেল রানা ও বন্যা আক্তার প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আগামীকাল বুধবার সকাল ৯টা থেকে রিকার্ভ পুরুষ একক, রিকার্ভ নারী একক, কম্পাউন্ড পুরুষ একক ও কম্পাউন্ড নারী একক ইভেন্টের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
For add
For add
For add
For add
for Add