for Add
নিজস্ব প্রতিবেদক : ৭ ডিসেম্বর ২০২০, সোমবার, ২১:০০:২২
ডিয়েগো ম্যারাডোনা মারা গেছেন দুই সপ্তাহের বেশি হয়ে গেল। ম্যারাডোনার পরিবার যেমন শোক কাটিয়ে উঠতে পারেনি, তেমনি স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে ফুটবল বিশ্বও। এর মধ্যেই চলছে অভিযোগের খেলা। ম্যারাডোনার আইনজীবী মাতিয়াস মোরলাকে এক হাত নিয়েছেন ’৮৬ বিশ্বকাপ কিংবদন্তির মেয়ে দালমা ম্যারাডোনা।
গত ২৫ নভেম্বর মৃত্যুর আগে কয়েক বছর ম্যারাডোনা যে পরিবেশে ছিলেন, তা নিয়ে সন্তুষ্ট ছিলেন না ম্যারাডোনার দুই মেয়ে দালমা ও জিয়ান্নিনা। বরাবরই তারা অভিযোগের আঙুল তুলেছেন মোরলার দিকে। ৬০ বছর বয়সী ম্যারাডোনা মৃত্যুর আগে যত্ন-আত্তিতে অবহেলার শিকার হয়েছেন বলে মনে করেন দালমা। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে সে জন্য মোরলার ওপর ঝাল ঝাড়লেন তিনি।
ঘটনার সূত্রপাত ম্যারাডোনার মৃত্যুর পর। আর্জেন্টাইন কিংবদন্তির শেষকৃত্যে যেতে পারেননি মোরলা। এ জন্য পরোক্ষভাবে দুষেছিলেন জিয়ান্নিনাকে। ‘আমি কখনো ভুলতে পারব না, আমার সেরা বন্ধুর শেষকৃত্যে কেন যেতে পারিনি,’ বলেন মোরলা। ইনস্টাগ্রামে এবার মোরলাকে পাল্টা উত্তরই দিলেন দালমা।
ইনস্টাগ্রামে মোরলার উদ্দেশে দালমা লিখেছেন, ‘আমি এখানে লিখছি, কারণ, তুমি আমার বোনকে বার্তা পাঠিয়েছ, নিজের সেরা বন্ধুর শেষকৃত্যে কেন যেতে পারোনি। ২০০ বার ফোন করেছি, ধরলে ব্যাখ্যা করতে পারতাম, কেন যেতে পারিনি। আমরা তোমাকে বিচারের মুখোমুখি দাঁড় করাব। আশা করি, তখন তুমি নিজের মুখটা দেখাতে পারবে। সেখানেই দেখা হবে, কিছু বলার থাকলে তখন সেখানে মুখোমুখি বলো।’ সূত্র : প্রথম আলো
For add
For add
For add
For add
for Add