for Add
নিজস্ব প্রতিবেদক : ৭ ডিসেম্বর ২০২০, সোমবার, ২০:৪৯:৫৪
জেএফএ কাপ অনূর্ধ্ব-১৪ কিশোরী ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে মাগুরা জেলা। আজ (সোমবার) রাজশাহীতে প্রতিযোগিতার ফাইনালে মাগুরা ৩-১ গোলে হারিয়েছে রংপুর জেলাকে। প্রথমার্ধের খেলা ১-১ গোলে শেষ হয়।
১৪ মিনিটে খাদিজার গোলে এগিয়ে যায় রংপুর। ২০ মিনিটে সমতা আনেন মাগুরার নবিরন খাতুন। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে গোল করে মাগুরাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন নবিরন খাতুন। ৬৪ মিনিটে অর্পিতা গোল করে ব্যবধান ৩-১ করেন। শেষ পর্যন্ত ওই স্কোরেই শেষ হয় ফাইনাল।
মাগুরার নবিরন খাতুন ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন। টুর্নামেন্টসেরা হয়েছেন একই দলের সুবর্ণা খাতুন, সেরা উদীয়মান খেলোয়াড় হয়েছেন রংপুরের রেশমি এবং মাগুরার অর্পিতা বিশ্বাস ৯ গোল করে পেয়েছেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ. এম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল।
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি আতাউর রহমান ভুইয়া মানিক, ফিফা ও এএফসি কাউন্সিল মেম্বার, বাফুফে সদস্য ও মহিলা ফুটবল কমিটির চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ, বাফুফে সদস্য ও রেফারিজ কমিটির চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, বাফুফে সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নুরু, মহিলা ফুটবল কমিটির সদস্য সৈয়দ রিয়াজুল করিম ও বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ।
For add
For add
For add
For add
for Add