for Add
নিজস্ব প্রতিবেদক : ২ ডিসেম্বর ২০২০, বুধবার, ১:৩৬:৪১
চ্যাম্পিয়ন্স লিগে পুরুষদের ম্যাচে প্রথমবারের মতো কোনো নারী রেফারী হিসেবে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন ফ্রান্সের স্টিফানি ফ্র্যাপার্ট। ইউরোপীয়ান সর্বোচ্চ ক্লাব আসরে এই প্রথমবারের মতো কোনো নারী রেফারী ম্যাচ পরিচালনা করতে যাচ্ছেন।
তুরিনের জুভেন্টাস বনাম ডায়নামো কিয়েভের ম্যাচটি বুধবার পরিচালনা করবেন ফ্র্যাপার্ট। ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা এ তথ্য নিশ্চিত করেছে।
ফ্রান্সের ৩৬ বছর বয়সী এই রেফারী ইতোমধ্যেই ফ্রেঞ্চ শীর্ষ লিগে প্রথম নারী হিসেবে ম্যাচ পরিচালনা করে ইতিহাস রচনা করেছেন। ২০১৯ সালে উয়েফা সুপার কাপের ফাইনালে লিভারপুল বনাম চেলসির ম্যাচটিতেও তিনি রেফারির দায়িত্ব পালন করেছেন। অক্টোবরে ইউরোপা লিগেও রেফারী হিসেবে তার অভিষেক হয়েছে।
আলিয়াঁজ স্টেডিয়ামে গ্রুপ জি’র ম্যাচে বুধবার ইউক্রেনিয়ান দল কিয়েভকে আতিথ্য দিবে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। বর্তমানে শীর্ষে থাকা বার্সেলেনোর সাথে ইতোমধ্যেই দ্বিতীয় দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে জুভেন্টাস। হাতে রয়েছে আর মাত্র দুটি ম্যাচ। বাসস।
For add
For add
For add
For add
for Add