for Add
নিজস্ব প্রতিবেদক : ২৫ নভেম্বর ২০২০, বুধবার, ১:০৯:৫৩
ফিদে ওয়ার্ল্ড ডিসএবিলিটিস চেস অলিম্পিয়াডে টিম বাংলাদেশ চতুর্থ রাউন্ডে জয় পেয়েছে। চার ম্যাচে এটি দ্বিতীয় জয়।
আজ ২৪ নভেম্বর রাতে লাল-সবুজের দল ৪-০ পয়েন্টে মালয়েশিয়া-২ কে পরাজিত করে।
বাংলাদেশের মো. খোরশেদ আলম নাজিরাহ শামসুদিনকে, সৈয়দ এজাজ হোসেন সুহারমান মুহাদ আদিব রুশিয়ানকে, বাপ্পী সরকার তারমিজি মুহাম্মদ তারেক শাহিরকে এবং মারুফা আজাদ সুকন্যা আমিরউদ্দিন, আমিরুল ইমানকে পরাজিত করেন।
আগামীকাল ২৫ নভেম্বর রাত ৮টায় বাংলাদেশ পঞ্চম রাউন্ডে ভেনিজুয়েলার সাথে মোকাবিলা করবে।
For add
For add
For add
For add
for Add