for Add
নিজস্ব প্রতিবেদক : ২ অক্টোবর ২০২০, শুক্রবার, ৩:২১:৩৭
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে কাজী মো. সালাউদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ ও শেখ মোহাম্মদ আসলামের নেতৃত্বাধীন সমন্বয় পরিষদের বাইরেও বেশ কয়েক জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে লড়ছেন।
সভাপতি পদে লড়ছেন সাবেক তারকা ফুটবলার দেশের শীর্ষস্থানীয় কোচ শফিকুল ইসলাম মানিক। আত্মবিশ্বাসী সভাপতি প্রার্থী মানিকের ধারণা ভোটাররা তাকেই বেছে নেবেন।
অপরদিকে সাবেক তারকা ফুটবলার বাদল রায় বাফুফে নির্বাচন থেকে সরে দাঁড়ালেও সভাপতি প্রার্থী হিসেবে ব্যালট পেপারে ঠিকই তার নাম থাকছে। কারণ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তিনি প্রায় এক ঘণ্টা পর মনোনয়নপত্র প্রত্যাহার করতে তার স্ত্রী মাধুরী রায়কে নির্বাচন কমিশনে আবেদন করার জন্য পাঠিয়ে ছিলেন। কিন্তু নির্ধারিত সময়ের পর আবেদন করায় সেটা গ্রহণ হয়নি। কাজেই নির্বাচনে তিনিও এখন বৈধ প্রার্থী।
এদিকে সহ-সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক ফুটবলার তাবিথ আউয়াল। গত নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েই জয় পেয়েছিলেন। তবে এবার সহ-সভাপতি পদে কঠিন লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।
এছাড়া বাফুফে নির্বাচনে সভাপতি এবং সহ-সভাপতি পদের বাইরে সদস্য পদেও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। তারা হলেন হাজী মো. রফিক, সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন ও সাইফুর রহমান মনি।
যদিও শেখ মোহাম্মদ আসলামের নেতৃত্বাধীন সমন্বয় পরিষদ সভাপতি পদে ও একটি সহ-সভাপতি পদে প্রার্থী দিতে না পারলেও সভাপতি পদে বাদল রায় বা শফিকুল ইসলাম মানিককে সমর্থন দিচ্ছেন না। এমন কী সহ-সভাপতি পদে তাবিথ আউয়ালও তাদের সমর্থন পাননি।
উল্লেখ্য আগামীকাল ৩ অক্টোবর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাফুফের বহুল কাঙ্খিত নির্বাচন অনুষ্ঠিত হবে। যেখানে ১৩৯ জন কাউন্সিল আগামী চার বছর মেয়ার্দী ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠনে ভোটাধিকার প্রয়োগ করবেন।
For add
For add
For add
For add
for Add