for Add
নিজস্ব প্রতিবেদক : ৩১ অক্টোবর ২০১৬, সোমবার, ২২:১০:৫৮
এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপকে সামনে রেখে জার্মানিতে কন্ডিশনিং ক্যাম্প এবং পোল্যান্ড ও অস্ট্রিয়ায় বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে ইউরোপ অবস্থান করছিল বাংলাদেশ। সেই মিশন শেষ করে আগামীকাল (মঙ্গলবার) দেশে ফিরতে যাচ্ছেন জিমি-চয়নরা। দুপুর ১২টায় তাদের ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে।
গতকাল (রোববার) অস্ট্রিয়া যুব দলের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলে হকি দল। ম্যাচে বাংলাদেশ হেরেছে ২-১ গোলে। অস্ট্রিয়া যুব দলের বিপক্ষে তিন ম্যাচের মধ্যে একটি ড্র এবং দুটিতে হার বাংলাদেশের। এর আগে পোল্যান্ডে বিপক্ষে ৫টি প্রস্তুতি ম্যাচ খেলেন জিমিরা। সেখানে তিনটিতে ড্র এবং দুটিতে হার বাংলাদেশ।
উল্লেখ্য আগামী ১৯ থেকে ২৭ নভেম্বর হংকংয়ে অনুষ্ঠিত হবে এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপ।
For add
For add
For add
For add
for Add