for Add
নিজস্ব প্রতিবেদক : ২৬ অক্টোবর ২০১৬, বুধবার, ১৯:৫১:৫৭
ভূটানের বিপক্ষে হারের পর থেকেই সমর্থকরা আন্দোলন করে আসছে বাফুফের বর্তমান কমিটিন বিরুদ্ধে। আসলে প্রথমবারের মত ভূটানের মত দলের বিপক্ষে হার মেনে নিতে পারেনি দেশের কেউই। এই হারের ফলে আগামী তিন বছর এএফসি আর ফিফার কোন ম্যাচ পাবে না বাংলাদেশ। অর্থাৎ আন্তর্জাতিক ফুটবলে এক রকম বতল বন্দি হয়ে পড়বে লাল-সবুজের দেশ।
এমন অবস্থায় সাধারণ দর্শকদের পর সাবেক ফুটবলারও এবার বাফুফের বর্তমান কমিটির বিরুদ্ধে আন্দোলনে নামতে যাচ্ছেন। এ উপলক্ষে জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের নেতৃত্বে আগামীকাল (বৃহস্পতিবার) ঢাকা রিপোর্টারর্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। যেখানে আমিনুল হক ছাড়াও উপস্থিত থাকবেন, বাফুফে’র সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মালু, মো. মঞ্জু, জাতীয় দলের সাবেক কোচ গোলাম সারওয়ার টিপু, সাবেক ফুটবলার আব্দুল গাফফার, ইমতিয়াজ সুলতান জনি, হাসান আল মামুন, ইমতিয়াজ আহম্মেদ নকীব, মিজানুর রহমান ডন, মতিউর মুন্না, মাসুদ রানা প্রমুখ।
ফুটবলের করুন অবস্থা থেকে উত্তোরনের পথ খুঁজে বের করাই সংবাদ সম্মেলনের প্রধান উদ্দেশ্য বলে জানা গেছে।
For add
For add
For add
For add
for Add