for Add
নিজস্ব প্রতিবেদক : ১২ আগস্ট ২০১৬, শুক্রবার, ২২:৫৭:৪৮
অলিম্পিকে প্রতিবারই বাংলাদেশী অ্যাথলেটদের লক্ষ্যের মাঝে আসল লক্ষ্য লুকিয়ে থাকে অংশ গ্রহণের আনন্দ। কেউ কেউ আবার নিজের ইভেন্টে সেরাটা দিতেই বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া মহাজজ্ঞে পাড়ি জমান। সাঁতারু সোনিয়া আক্তার টুম্পার লক্ষ্যও ছিল তেমনিই। লক্ষ্য পূরণও হয়েছে তাঁর। মেয়ের ৫০ মিটার ফ্রি স্টাইলের হিটে নিজের সেরা টাইমিংই করেছেন ঝিনাইহের এই মেয়ে। রিওতে ২৯.৯৯ সেকেন্ড সময় নিয়েছেন তিনি। ২০১৪ সালে রাশিয়ায় বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশীপে ৩০.৮৬ সেকেন্ড টাইমিং করেছিলেন সোনিয়া।
তবে সার্বিক ফলাফলে হতাশই হতে হবে বাংলাদেশী দর্শকদের। ৯৬ জনের মধ্যে ৬৯তম হয়েছেন সোনিয়া। সোনিয়ার বিদায়ের মধ্য দিয়ে শেষ হয়ে গেল পাঁচ বাংলাদেশীর অলিম্পিক।
For add
For add
For add
For add
for Add